দেবীগঞ্জে প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এই বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণঅভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পশু হাসপাতাল সংলগ্ন পৌর সদরের মুন্সিপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন থেকে চলাচলের জন্য ওই রাস্তা ব্যবহার করে আসছেন। সম্প্রতি রাস্তাটি বন্ধ করে পুলিশ পাহাড়ায় সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন ওই কর্মকর্তা। স্থানীয় বাসিন্দারা চলাচলের রাস্তাটি সংকীর্ণ না করার জন্য প্রাণীসম্পদ কর্মকর্তাকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু অনুরোধের তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে ওই রাস্তায় জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি যেমন প্রবেশ করতে পারবে না তেমনি কোন মৃত ব্যক্তির মরদেহ বের করা সম্ভব হবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অংশটি প্রাণীসম্পদ অফিসের জমি। পূর্বে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উত্তর পার্শ্বে থাকা একটি পুরনো ঘরের সীমানা বরাবর পিলারের সাথে কাঁটাতারের বেড়া দিয়েছিল অফিস কর্তৃপক্ষ। সম্প্রতি স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুুরু হয়। গত সোমবার (৪ ফেব্রুয়ারী) পূর্বের সীমানা থেকে প্রায় ৩ ফুট রাস্তার দিকে এগিয়ে নির্মানাধীন সীমানা প্রাচীরের বেস ও গ্রেডবিম নির্মাণ করেন ঠিকাদার। এতে করে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। শুধু হেঁটে পারাপারের মতো পথ রয়েছে সেখানে।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সি পাড়ার বাসিন্দা দুলাল ভূইয়া, মহসীন আলী ও সাদেকুজ্জামান হীরা'র বাড়ী থেকে বেরোনোর একমাত্র রাস্তা এটি। এ ছাড়াও এই রাস্তা দিয়ে চলাচল করে মুন্সিপাড়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ কয়েকশত সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ সারাবনতহুরাকে অফিসে না পেয়ে মুঠোফোনে কল দিলে রাগান্বিত হয়ে বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাইনা, ওটা মিটে গেছে বলেই কল কেটে দেন তিনি।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আর কতটা জায়গা ছেড়ে দিবো, হেঁটে চলার মতো জায়গা ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, বিষয়টি শুনেছি। সেখানে হেঁটে চলাচল করার মতো জায়গা ছেড়ে দেওয়া আছে। বাড়তি জায়গা ছেড়ে দেওয়া না দেওয়া প্রাণিসম্পদ দফতরের নিজস্ব বিষয়।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে লাইসেন্সবিহীন ট্রলার সাগরে

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান
