ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা করছেন যারা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:২০

গাইবান্ধার ফুলছড়ি  উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রস্তুতির খবরে আবরো ভোটের আমেজে ফিরেছে ফুলছড়িতে।ইতিমধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থীরা শীত উপেক্ষা করে ছুটে বেড়াচ্ছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ভোটারদের কাছে দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। যেকোন সামাজিক কর্মসূচীতে নিজ উদ্যোগে বেশী বেশী হাজির হচ্ছেন তারা।ইসলামী জলসা থেকে শুরু করে,সভা-সমাবেশ ও সনাতন ধর্মালম্বিদের হরিবাসরেও হাজির হচ্ছেন সমান তালে।

বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনা শোনা যাচ্ছে এবং দেয়ালে গাছে ইলেকট্রিক খুঁটিতে নাগানো পোষ্টারে ও সামাজিক মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান সহ আওয়ামীলীগ দলীয় ৪ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীকে এখন পর্যন্ত মাঠে দেখা যায় নি।

এখন পর্যন্ত যাদের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে তারা হলেন ফুলছড়ি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ,সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবু সাঈদ,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমিন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ্য অনিক হাসান টিটু। 

তফশিল ঘোষণা না হলেও চার ধাপে নির্বাচন সম্পূর্ণ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন হাট বাজারে, সভা সমাবেশে হাজির হয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্য্যান পদ প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করে দোয়া আর্শিবাদ প্রার্থনা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ বলেন, এলাকার জনগণ নিয়েই আমার গর্ব, এলাকাবাসী আমার ক্ষমতার উৎস তাই এলাকাবাসীর মুখে হাসি ফুটাতে চলে যাই তাদের দোরগোড়ায়। বর্তমানে চেয়ারম্যান দ্বায়িত্ব পালন করা কালীন সময়ে এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট সহ ব্যাপক উন্নয়ন করেছি। 

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নরুল আমিন সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেন এবং উপজেলার প্রতিটি এলাকায় গিয়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে মিশতে শুরু করেন। এক পর্যায়ে তার মিষ্টি মুখের হাসি দিয়ে এলাকবাসীর মন জয় করেন।

ফুলছড়ি  উপজেলা নির্বাচন অফিসার  আব্দুস সোবাহান  বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে ইতিমধ্যেই ভোট কেন্দ্র পরিদর্শন করে সার্বিক অবস্থা পর্যবেক্ষন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্র্বাচনে ৫৭টি কেন্দ্র ছিল। ভোটারদের সুবিধার কথা মাথা রেখে এবারো উপজেলা নির্বাচনে ৫৭টি কেন্দ্র থাকবে। 

এমএসএম / এমএসএম

‎লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড

মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন

তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক