বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে
ফৌজিয়া আবিদা প্রীতি
আজ কোন এ আলো অন্যরকম
হঠাৎ দেখা যায়!
কোন এ গন্ধ নেশা লাগায়,
কেন এ দখিনা হাওয়া বহে গায়।
আজ কেন এত পুষ্পে পুষ্পে সুরভিত দিন?
কেন এত প্রজাপতি জাগছে প্রতিদিন?
সব এত শান্ত,কেন এই নীরবতা!
কেন এই শীতের বুকেই ঝাপসা উষ্ণতা!!
পল্লী মাটিতে পুষ্প পাপড়ি
বাসন্তী রং মাখায়।
এ কোন সুসময়ে,সূরভীত সুভাসে
আবীরে আবীরে ভরিয়া যায়।
বউ কথা কও রক্তিম পলাশের ডালে,
লাল কৃষ্ণচুড়ার আড়ালে আড়ালে কিচিরমিচির ডাকে,
এ কোন বাঁশি বেজে যায়।
কোকিলের কূহু ডাক বারে বারে বলে যায়,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
কোন সে প্রিয়া মোর আজ তব চরণে ধরণী দিয়াছে পুষ্পিতা পুঞ্জ।
তব প্রেমেরই মাতাল হইয়া ধরা সেজেছে
এ কোন মহা মায়াময়ী সাজে,
যেন তোমা লইয়া বক্ষে রঙিন হইয়া
কোন এক মহিমায় বলিয়া যায়,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
শর্ষে ক্ষেতে জ্বলছে আগুন, চলছে যেন মৌমাছির গুঞ্জন।
নব ধান-কাউনের ক্ষেতের পাশে মটরশুঁটি লতানো গাছ ঝুলছে।
চারিদিকে বহিছে নাতিশীতোষ্ণ বাতাসে।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
