ছাত্রলীগের পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লীদের বিশুদ্ব পানি ও শুকনো খাবার বিতরণ
টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসেন লাখ লাখ মুসল্লি। মোনাজাত শেষে মুসল্লিদের এবার ঘরে ফেরার পালা।
আর এই যাত্রা পথে ঘরমুখী মুসল্লিদের তৃষ্ণা ও খুদা মেটাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েলের আয়োজনে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহ করা হয়। ১১ ফেব্রুয়ারি'২৪ রবিবার বিশ্ব ইজতেমার মাঠের পাশে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
উক্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল, তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি, রবিন হাসান,আদাবর থানার সভাপতি মিরাজ মোল্লা ও খিলখেত থানার সাধারণ সম্পাদক কাজী শাওন, রূপনগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, গ্লাস সিরামিক কলেজের সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, উত্তরা পশ্চিম থানার ৫১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, কিংশুক সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিভিন্ন থানা-কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উত্তর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম