গোরস্তানের মাটিও জেনো ছাড় পায় না পীরের নজর থেকে
 
                                    ভূমিদস্যুতা, ধর্ম ব্যাবসা শব্দ গুলোর মধ্যে সব ক'টার সাথেই যেনো পরিচিত নজুউদ্দিন মোল্লার ছেলে কথিত পীর মৃত আইয়ুব আলী মোল্লার ছেলে ইব্রাহিম। বংশপরম্পরায় যাদের বিরুদ্ধে রয়েছে ভূমি দখলের মতো জঘন্য অপরাধের দুর্নাম বা অভিযোগ।ধর্ম বা পীরের দোহাই দিয়ে গড়ে তুলেছেন অট্টালিকা। যদিও তিনি নামাজ -রোজা বা ইসলামের বিধিবিধান মানেন না বা তাকে ইসলামিক কোনো কর্মকাণ্ডে দেখা যায় না বলেই জানান এলাকার সাধারণ জনগণ। তারা বাবা আইউব আলী মোল্লার মৃত্যুর পরে তাকে সমাধিত করেছেন নিজেদের প্রাসাদ বা বিল্ডিং এর মধ্যেই।
এমনকি সেখানে ধুপ, আগর বাতি সহ চলে নানা খেদমত। যদিও পীর হিসেবে বা পীরের ছেলে হিসেবে পরিচিতি নেয়া এই পীরজাদার বিরুদ্ধে ভুমি দখের অভিযোগ বেশ পুরোনো। এলাকার সাধারণ এবং অশিক্ষিত কোনো মানুষ কে টার্গেট করে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় জমি। গণমাধ্যম কে এমন ভয়ংকর সব তথ্য দিয়েছেন এলাকাবাসী। কথিত পীর আয়ূব আলী মোল্লা ও তার ছেলে ইব্রাহিম মোল্লা তাদের কাজই ছিল মানুষের জায়গা সম্পদ দখল করা। 
বিভিন্ন মানুষের জমিজমা আত্মসাৎ থেকে শুরু  করে  এলাকার আমিষ খাওয়ার বিষয়ে নজরদারি করতো। গরু, ছাগল,হাস,মুরগী জবাই করতে দিত না আয়ূব আলী মোল্লা ও ইব্রাহিম মোল্লা।
তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন গোরস্তানের জমি দখল নিয়ে।
গোরস্থানে দান করা বিশ শতাংশ জমিতে পৌঁছাতে হলে যে রাস্তা দিয়ে যেতে হবে সেখানে টয়লেট এবং ওয়াশরুম নির্মাণ চালাচ্ছেন এই পীরজাদা। যদিও ঐ রাস্তার জমি নিয়ে দরবার সালিসি বহু হওয়ার পড়েও কোর্ট এ মামলা চলমান। কোর্ট থেকে পুরোপুরি কোনো সমাধান হওয়ার আগ পর্যন্ত বাদীপক্ষ বা বিবাদীপক্ষ উভয়কেই বারণ করা আছে উক্ত জমিতে কোনো নির্মাণ কিংবা দখলে যেতে। কিন্তু কাউকে না জানিয়েই ঐ জমিতে ওয়াশরুম নির্মাণ কাজ চালায় পীরজাদা ইবরাহীম মোল্লা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলে আপাততঃ কাজ বন্ধ থাকলেও স্বস্তিতে নেই এলাকাবাসী। 
তারা জানান ফাঁকে ফাঁকে একটু আধটু করে অবাধেই অনেকটা ওপেন সিক্রেটে চালিয়ে যাচ্ছে এই দখলদারিত্ব। এছাড়াও এই জমি নিয়ে দরবার, সালিসি স্থানীয় পর্যায়ে সমাধান কিংবা ব্যারিকেট দিলে তা কিছুদিন পরে ভেঙে ফেলে পীরের লোকেরা। এমন অভিযোগ ও করেন এলাকাবাসী। 
সব শেষে এলাকাবাসীর দাবি অন্ততঃ গোরস্তানের এই মাটি থেকে কুনজর সরে যাক সকল ভূমিদস্যুদের।
এলাকার গণকবরস্থানটি থাকুক দখলমুক্ত। 
এমএসএম / এমএসএম
 
                সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
 
                নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
 
                চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
 
                শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
 
                মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
 
                গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
 
                সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
 
                আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
 
                জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
 
                শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
 
                ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
 
                নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ
 
                 
                