গায়ের জোরে সরকারি বই বিক্রি প্রধান শিক্ষক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভ্যানে করে মাধ্যমিক স্তুরের বস্তা ভর্তি এক ভ্যান সরকারি বই বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতা আটক করছেন। জব্দকৃত বই গুলো সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণীর বই বলে জানা গেছে। শক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরান্তা মোড়ে বস্তাভর্তি বই ভ্যান আটক করেন। পরে থানায় খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বই গুলো উদ্ধার করে উক্ত কলেজের একটি রুমে সিলগামা করে রেখেছেন। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ভ্যান ভর্তি প্লাষ্টিকের বস্তা ভরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জনগন তা আটক করে থানায় খরব দেয়। পরে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরাস্তা মোড় থেকে বই গুলো উদ্ধার করে। পরে প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে একটি রুমে জব্দকৃত বই গুলো সিলগালা করে রাখেন।
প্রত্যক্ষদর্শী মমিন মিয়া বলেন, প্লাষ্টিকের বস্তা ভর্তি একভ্যান বই সুন্দরগঞ্জ উপজেলা শহরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ।
সাধারন জনগন টের পেয়ে ভ্যানটি আটক করেন। ভ্যান চালকে বই গুলো সর্ম্পকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া বই গুলো বিক্রির জন্য তার ভ্যান ভাড়া করছেন। পরে লোকজন থানায় খবর দিলে কঞ্চিপাড়া ফাঁড়ি থানা থেকে পুলিশ এসে বই গুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো: আব্দুর রহিম মিয়া বলেন, আমি বই বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক তিনি নিজেই এগুলো গায়ের জোরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এবিষয়ে আমার কোন মতামত নাই।
করেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ফজলার রহমান বলেন, পুরাতন বই গুলো বিক্রির জন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ নাকি বই গুলো প্রতিষ্ঠানের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছেন। আমি এই টুকু শুধু শুনছি। তবে বিক্রির জন্য যে রেজুলেশন করা লাগে তা করা হয় নেই। অভিযুক্ত সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের উন্নয়ন কাজ করা হচ্ছে। টাকারও দরকার, তাই বই গুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বই গুলো আটক করেন। বই গুলো এখন প্রতিষ্ঠানেই আছে। তবে বই বিক্রির বিষয়টি সভাপতি ও অধ্যক্ষ স্যার জানেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম বলেন, উদ্ধারকৃত বই গুলো ঐ স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারে উপস্থিতিতে সিলগালা কক্ষটি খোলা হবে। তার পর ওনারা কি ব্যবস্থা নিবেন ওনারাই ভালো জানেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিন মন্ডল বলেন, জনতার হাতে আটক বইগুলো স্টোরেজ করতে বলেছি। দেখে তাঁর পরে সিদ্ধান্ত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের বই বিক্রি করার কোনো সুযোগ নেই। তবে পুরাতন বই বিক্রি করতে পারবে সে ক্ষেত্রে গভর্নিং বডির অনুমতি নিতে হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
Link Copied