ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

গায়ের জোরে সরকারি বই বিক্রি প্রধান শিক্ষক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৩:৩৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভ্যানে করে মাধ্যমিক স্তুরের বস্তা ভর্তি এক ভ্যান সরকারি বই বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতা আটক করছেন। জব্দকৃত বই গুলো সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণীর বই বলে জানা গেছে। শক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরান্তা মোড়ে বস্তাভর্তি বই ভ্যান আটক করেন। পরে থানায় খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বই গুলো উদ্ধার করে উক্ত কলেজের একটি রুমে সিলগামা করে রেখেছেন। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ভ্যান ভর্তি প্লাষ্টিকের বস্তা ভরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জনগন তা আটক করে থানায় খরব দেয়। পরে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৌরাস্তা মোড় থেকে বই গুলো উদ্ধার করে। পরে প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে একটি রুমে জব্দকৃত বই গুলো সিলগালা করে রাখেন।
 
প্রত্যক্ষদর্শী মমিন মিয়া বলেন, প্লাষ্টিকের বস্তা ভর্তি একভ্যান বই সুন্দরগঞ্জ উপজেলা শহরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । 
 
সাধারন জনগন টের পেয়ে ভ্যানটি আটক করেন। ভ্যান চালকে বই গুলো সর্ম্পকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া বই গুলো বিক্রির জন্য তার ভ্যান ভাড়া করছেন। পরে লোকজন থানায় খবর দিলে কঞ্চিপাড়া ফাঁড়ি থানা থেকে পুলিশ এসে বই গুলো উদ্ধার করে নিয়ে যায়। 
 
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো: আব্দুর রহিম মিয়া বলেন, আমি বই বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক তিনি নিজেই এগুলো গায়ের জোরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এবিষয়ে আমার কোন মতামত নাই। 
 
করেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ফজলার রহমান  বলেন, পুরাতন বই গুলো বিক্রির জন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ নাকি বই গুলো প্রতিষ্ঠানের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছেন। আমি এই টুকু শুধু শুনছি। তবে বিক্রির জন্য যে রেজুলেশন করা লাগে তা করা হয় নেই। অভিযুক্ত সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের উন্নয়ন কাজ করা হচ্ছে। টাকারও দরকার, তাই বই গুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বই গুলো আটক করেন। বই গুলো এখন প্রতিষ্ঠানেই আছে। তবে বই বিক্রির বিষয়টি সভাপতি ও অধ্যক্ষ স্যার জানেন। 
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম বলেন, উদ্ধারকৃত বই গুলো ঐ স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারে উপস্থিতিতে সিলগালা কক্ষটি খোলা হবে। তার পর ওনারা কি ব্যবস্থা নিবেন ওনারাই ভালো জানেন। 
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিন মন্ডল বলেন, জনতার হাতে আটক বইগুলো স্টোরেজ করতে বলেছি। দেখে তাঁর পরে সিদ্ধান্ত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের বই বিক্রি করার কোনো সুযোগ নেই। তবে পুরাতন বই বিক্রি করতে পারবে সে ক্ষেত্রে গভর্নিং বডির অনুমতি নিতে হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ