তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে প্রামাণ্যচিত্র 'ড. নূরুন নবী : আজীবন মুক্তিযোদ্ধা’

একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীকে নিয়ে নির্মিত 'ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তরুণ প্রজন্মকে আরও গভীরভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাহায্য করবে এই সিনেমা।
সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে এই প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কলার্স বাংলাদেশ সোসাইটি এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই প্রামাণ্য চলচ্চিত্রে আমাদের মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি বিষয় উঠে এসেছে। বর্তমান সময়ের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে এই ছবির মাধ্যমে। ঠিক একইভাবে ২০৫০ সালেও যে প্রজন্ম আসবে তাদেরকেও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত রাখবে এই ছবি। তরুণ প্রজন্মকে আরও গভীরভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাহায্য করবে সিনেমাটি।
ড. নূরুন নবী বলেন, ছবিটার উদ্দেশ্য তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো। মিলনায়তনে নতুন প্রজন্মের এতো বেশি উপস্থিতি দেখে আমি অভিভূত। আমি আশাবাদী ছবিটির উদ্দেশ্য সফল হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক নাদিম ইকবাল বলেন, ছবিটা করা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, অনেক জায়গা থেকে সহযোগিতা ছিল, আবার অসহযোগিতাও ছিল। এক বছর লেগে থাকতে হয়েছে ছবিটা করতে। আমি আশাবাদী ছবিটা দর্শকরা পছন্দ করবেন।
কানাডাপ্রবাসী কবি রুমানা চৌধুরি বলেন, শুধু দেশের মানুষের কাছে নয়, বিদেশিদেরও কাছে ছবিটি প্রশংসিত হবে বলে আশা করি।
আমাদের গৌরবময় অর্জনের কালজয়ী দৃষ্টান্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে সংগ্রাম করে এ বিজয় অর্জন করেছিলেন। এরপর যারা আত্মনিয়োগ করেছেন দেশ গড়ার কাজে, ড. নূরুন নবী তাদের অন্যতম। একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, রাজনীতিবীদ, অ্যাকটিভিস্ট ও লেখক ড. নূরুন নবীর বর্ণাঢ্য ও সংগ্রামমুখর অনুকরণীয় জীবনের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন স্বনামধন্য ডকুমেন্টারি নির্মাতা নাদিম ইকবাল। এই প্রামাণ্যচিত্রের নাম ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ বা আ ফ্রিডম ফাইটার ফরএভার’।
Sunny / Sunny

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
