চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও, অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি -বীর মুক্তিযোদ্ধাদের
চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও, অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।বোর্ডের নানা দুর্নীতিতে অভিযুক্ত সচিব নারায়ন চন্দ্র নাথ সহ দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধা পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী এবং শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলীমের বিরুদ্ধে দাঁয়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজকে সাথে নিয়ে এই ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে 'বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট এবং গণ অধিকার চর্চা কেন্দ্র'র সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।তিনি লিখিত বক্তব্য দুর্নীতির আলামত নষ্টের শংকা ব্যক্ত করে ত্বরিৎ ব্যবস্হা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুর্নীতিবাজ সচিব নারয়ণ চন্দ্র নাথের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাকে আলামত নষ্ট না করার স্বার্থে বোর্ড এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকেও তাকে অপসারণের দাবি জানান।
সাংবাদ সম্মেলনে টেলিফোনের সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ভারপ্রাপ্ত কমান্ডার সরোয়ার কামাল দুলু। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস মিয়া, আ হ ম নাসির উদ্দিন, রাজা মিয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হুসাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মোঃ ইউনুস , মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, মাস্টার ওবায়দুল্লাহ, খাজা নিজামউদ্দিন, ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার ডা. শাহ আলম ভূঁইয়া, আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার টুনু, অধ্যাপক নোমান আহমেদ সিদ্দিকী, ইসমাইল কুতুবী, যুবনেতা ইমতিয়াজ আহমেদ, মোরশেদ আলম, জসিমুল হক, সিঞ্জন ভৌমিক প্রমুখ ।
এমএসএম / এমএসএম