ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে সরকারি ভূমি দখল করে অপপ্রচার ও ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:৪৯

বালাগঞ্জে জোর খাটিয়ে সরকারি ও মালিকানা ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূমি দখলে বাঁধা দেয়ায় দখলদাররা নিরিহদের নামে সাজানো মামলা দিয়ে হয়রানি, ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক কর্মকান্ড- চালিয়ে আসছে। ভূমি দখলে বাঁধা দেয়ায় অপপ্রচার ও  সামাজিক মানহানি করার প্রতিবাদে বুধবার (২১ ফেব্রুয়ারি) বালাগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের ময়না খানের ছেলে শুকুর খান (হাসমত মিয়া) বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মলেন করেছেন। 

বুধবার (২১ ফেব্রুয়ারী) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুকুর খান (হাসমত মিয়া) বলেন, আমার বাড়ির নিকটে গোড়াপুর মৌজাভুক্ত ১নং খতিয়ানের বিএস ২০নং দাগের সরকারি গোপাট ও একই মৌজাভুক্ত ২৬৬ খতিয়ানের বিএস ১৩, ১৮, ১৯নং দাগে আমার মালিকানাধীন বাড়ির ভূমি বিদ্যমান। সরকারি দাগের প্রায় ৫০শতক ভূমি মহানন্দ গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ জাহেদ আহমদের পরিবার তার পূর্ব পুরুষ থেকে প্রায় অর্ধশত বছর ধরে জোরপূর্বকভাবে ভোগ দখল করে আসছেন। এছাড়া, সরকারি ভূমির নিকটে আমার মালিকানাধীন দাগের আংশিক ভূমিও তারা জোরপূর্বক দখল করছেন। 

গত ১১ ফেব্রুয়ারি জাহেদ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমি ও আমার ভাই ভাতিজাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, অপপ্রচার, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে জাহেদ স্বীকার করেছেন, তিনি সরকারি ভূমি ভোগ দখল করছেন। সরকারি ভূমিসহ আমার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের কারণে তাদের সাথে আমাদের মনোমালিন্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এলাকার গণ্যমান্য ও সালিশ ব্যক্তিদের নিয়ে  উভয় পক্ষের দুইজন সার্ভেয়ারের মাধ্যমে এই ভূমির সীমানা নির্ধারণ করা হয়। আমার জমি উদ্ধার করে ভোগ দখলে নেই। সীমানা নির্ধারণ করে আধাপাকা ঢালাইর পিলার বসাই। যা অদ্যাবদি আমার ভোগ দখলে রয়েছে। তখনকার সময়ে জাহেদসহ তাদের দখলে থাকা আমার বেশ কিছু ভূমিতে তারা বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। সালিশ ব্যক্তি ও জাহেদের বাপ-চাচাদের অনুরোধে আমরা ১৭ টি গাছ তাদেরকে দিয়ে দেই। 

সংবাদ সম্মেলনে শুকুর খান অভিযোগ করে বলেন, গত ১ ফেব্রুয়ারি জাহেদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি’র নিকট লিখিত আবেদন করলে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) সরজমিন তদন্ত করেছেন। উভয় পক্ষ কাগজাদি নিয়ে বালাগঞ্জ থানায় গেলে সেখানে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা আমরা মেনে নিয়েছি। কিন্তু জাহেদ সংবাদ সম্মলনে বলেছেন, আমরা নাকি সে সিদ্ধান্ত মেনে নেই নি। মূলত তিনি নিজেই এই সিদ্ধান্ত না মেনে থানা পুলিশ ও সালিশ ব্যক্তিদের অমান্য করেছেন। আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। সালিশ ব্যক্তিদের বক্তব্য শুনে থানা পুলিশ তার মামলা নেয় নি। 

সংবাদ সম্মেলনে জাহেদ বলেছেন- আমরা তার বাড়ির আঙিনা ও সরকারি গোপাটের বাঁশ, গাছপালা অন্যায়ভাবে জোরপূর্বক কেটে চুরি করে নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যাচার। জাহেদ নিজেই সরকারি ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো ভোগ দখল ও অন্যায় করে আসছেন। আমি উপজেলা আওয়ামী লীগের একজন কর্মী। জাহেদ আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশকারী। জাহেদসহ তার নিকটজনরা বিগত দিনে বর্তমান সরকার বিরোধী মিটিং মিছিলে সক্রিয় ছিলেন। পরে কৌশলে তারা আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশ করেছেন। জাহেদ বর্তমান সরকারের নাম ভাঙিয়ে দলকে কলুষিত করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রভাব খাটিয়ে আমি ও আমার পরিবারের সদস্যদের নামে জাহেদ মিথ্যা-বানোয়াট ও ভূয়া তথ্য দিয়ে মামলা করে আমাদের হয়রানি করছেন। তিনি লোক সমাজে বলে বেড়ান টাকা দিয়ে আওয়ামী রাজনীতিতে যোগ দিয়েছি, সরকারি জমিজমা ভোগ দখলের জন্য। তার এবং তাদের এসব অন্যায়- অনৈতিক,  ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক কর্মকান্ড আমি ও আমার পরিবার বারবার ক্ষতির সম্মুখিন ও  নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং উক্ত বিষয়ের সুষ্টুনিরপেক্ষ লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ করে সঠিক সুরাহার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান শুকুর খান।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও