সাংবাদিক রকিয়তকে আটকে রেখে হুমকির প্রতিবাদে মানববন্ধন

মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সুমিতমো কোম্পানীর সিকিউরিটি অফিসার মশিউর মেজর পরিচয় দিয়ে দৈনিক কালবেলা ও দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে প্রকল্পের স্টাফ কোয়ার্টার ও প্রজেক্ট অফিসে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী বিকাল ৪টায় মাতারবাড়ি সড়কে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, একটি ঠিকাদারি প্রতিষ্টানের সিকিউরিটি অফিসার কিভাবে নিজেকে মেজর পরিচয়ে একজন পেশাদার সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়। এবং পরবর্তীতে কৌশলে তার স্টাফ কোয়ার্টারে নিয়ে গিয়ে গালিগালাজ, হত্যা ও গুম করার হুমকি দিতে পারে?
আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই কথিত মেজর পরিচয়দানকারী সুমিতমোর সিকিউরিটি অফিসার মশিউরকে প্রকল্প থেকে অপসারণ না করলে টানা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এছাড়া মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন না হওয়ার মতো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বায়ান্নর কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার, মহেশখালী দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহাবুব রোকন, বিজয় টিভি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি হোবাইব সজীব,
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইরফান হোসাইন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি আলাউদ্দিন আলো,মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সাইফুল ইসলাম সাইফ, দৈনিক কক্সবাজার এর উপকূলীয় প্রতিনিধি আল জাবের, টিটিএন এর মহেশখালী প্রতিনিধি কাব্য সৌরভ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ও সিবিএন প্রতিনিধি কফিল বিন আমির, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের নিবার্হী সদস্য এম কে রানা ও সদস্য ইমরান নাজির, দৈনিক আমাদের কক্সবাজারে প্রতিনিধি আকতার মিয়া, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি আলফাজ মামুন নুরীসহ অনেকেই। উক্ত মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
