সাংবাদিক রকিয়তকে আটকে রেখে হুমকির প্রতিবাদে মানববন্ধন
মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সুমিতমো কোম্পানীর সিকিউরিটি অফিসার মশিউর মেজর পরিচয় দিয়ে দৈনিক কালবেলা ও দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে প্রকল্পের স্টাফ কোয়ার্টার ও প্রজেক্ট অফিসে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী বিকাল ৪টায় মাতারবাড়ি সড়কে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, একটি ঠিকাদারি প্রতিষ্টানের সিকিউরিটি অফিসার কিভাবে নিজেকে মেজর পরিচয়ে একজন পেশাদার সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়। এবং পরবর্তীতে কৌশলে তার স্টাফ কোয়ার্টারে নিয়ে গিয়ে গালিগালাজ, হত্যা ও গুম করার হুমকি দিতে পারে?
আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই কথিত মেজর পরিচয়দানকারী সুমিতমোর সিকিউরিটি অফিসার মশিউরকে প্রকল্প থেকে অপসারণ না করলে টানা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এছাড়া মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন না হওয়ার মতো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বায়ান্নর কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার, মহেশখালী দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহাবুব রোকন, বিজয় টিভি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি হোবাইব সজীব,
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইরফান হোসাইন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি আলাউদ্দিন আলো,মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সাইফুল ইসলাম সাইফ, দৈনিক কক্সবাজার এর উপকূলীয় প্রতিনিধি আল জাবের, টিটিএন এর মহেশখালী প্রতিনিধি কাব্য সৌরভ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ও সিবিএন প্রতিনিধি কফিল বিন আমির, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের নিবার্হী সদস্য এম কে রানা ও সদস্য ইমরান নাজির, দৈনিক আমাদের কক্সবাজারে প্রতিনিধি আকতার মিয়া, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি আলফাজ মামুন নুরীসহ অনেকেই। উক্ত মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২