ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের দুইটি প্রাথমিক বিদ্যালয়ে ভিএসও-সুশীলনের মাতৃভাষা দিবস উদযাপন


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ২২-২-২০২৪ রাত ৯:৫০

ভলান্টারি সার্ভিস ওভারসীজ ও সুশীলন এর একটিভ প্রকল্পের সহযোগীতায় উখিয়া ও রামু উপজেলার দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলার দক্ষিণ রত্না মোজাহের ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামু উপজেলার হালদারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও দক্ষিণ রত্না মোজাহের ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদ। 

সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তারিখ দেশের জন্য অনেকে আত্মত্যাগ করেছেন। তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত করছি। শিক্ষার্থীদের দেশের প্রতি সবসময় আনুগত্যতা ও ভালবাসা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি আরো  বলেন, এই দেশপ্রেম ও মূল্যবোধের চেতনা নতুন প্রজন্ম এ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সহযোগিতা করার জন্য ভি.এস.ও এবং সুশীলন কে ধন্যবাদ জানান।

তার বক্তব্যের সাথে একাত্বতা ঘোষণা করে ভিএসও এর প্রকল্প কর্মকর্তা এবং কক্সবাজার ফোকাল পার্সন অনুপ গুণ বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিজে অংশগ্রহণ হতে পেরে খুবই ধন্য। ভিএসও বাংলাদেশ সবসময় প্রান্তিক জনগোষ্ঠিদের জন্য শিক্ষা, জীবিকা এবং স্বাস্থ্যক্ষেত্রে কাজ করে চলছে এবং সরকারের সহযোদ্ধা হয়ে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যতেও ভিএসও এর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও ভিএসও এর কান্ট্রি ডিরেক্টও জনাব খাবিরুল হক কামাল এর পক্ষ থেকে সকলকে অংশগ্রহন ও সার্বিক সহযোগিতার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুশীলন এর প্রকল্প কর্মকর্তা সাহাদাত উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ অনস্বীকার্য। তারা যদি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য আন্দোলন না করত তাহলে আমদের বাংলাদেশ কিংবা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা পেতাম না। সুশীলন শিক্ষা, জীবিকা, দূর্যোগ- জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যক্ষেত্রে, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা ক্ষেত্রে কাজ করে চলছে। পরিশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও সবাইকে ধন্যবাদ জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বশির আহমদ এর নেতৃত্বে র‍্যালি, শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন ও জাতীয় সংগীত এর মাধমে অনুষ্টান শুরু হয়।অর্ধ দিবস ব্যাপি এই দিবসে শিক্ষার্থী, সকল শিক্ষক-শিক্ষিকা, এস.এম.সি, সুশীলন ও ভি.এস.ও এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহন করেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে অংশগ্রহনমূলক প্রতিযোগিতা (রচনা লিখন, চিত্রাংকন, নৃত্য, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য) আয়োজনসহ সকল প্রতিযোগিদের মধ্যে অনুপ্রেরণা মূলক পুরষ্কার বিতরণ করা হয়। সর্বোপরি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান শিক্ষক জনাব বশির আহমদ সুশীলন ও ভি.এস.ও কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু