ভাষা দিবস উপলক্ষ্যে পাবিপ্রবিতে চিত্র কর্তৃক আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্ট ভিত্তিক সোসাইটি চিত্র এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা ভাষা ও বাংলাদেশ ১ম আন্তঃস্কুল চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাবনা সদর উপজেলার মধ্যে ১০ টি স্কুলকে আমন্ত্রন করা হয়। এতে প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মূল পর্ব নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ ১২০ টি ছবি ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে প্রদর্শনী করা হয় এবং প্রতিযোগিতাটিতে প্রতি বিভাগের শীর্ষ ১০ কে পুরষ্কৃত করা হয়।
আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো হাবিবুল্লাহ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান বিজয় দাশ গুপ্ত, এবং স্থাপত্য বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ।
প্রতিযোগিত টি ২ টি বিভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। ক বিভাগ ( ৩য় -৬ষ্ঠ শ্রেনী) এ প্রথম স্থান অধিকার করে স্কয়ার কিন্ডারগার্টেন এর ৩য় শ্রেনীর শিক্ষার্থী নাফিজ সাদিক। দ্বিতীয় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মৌনালী হাসান।৩য় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সামিয়া খাতুন।
খ বিভাগ ( ৭ম -১০ম শ্রেনী) এ প্রথম স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী সূবর্ণা আফরোজ।
দ্বিতীয় স্থান অধিকার করে স্কয়ার হাই স্কুল এন্ড এর ৭ম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত জাহান। তৃতীয় স্থান অধিকার করে পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।
২১শে ফেব্রুয়ারী তে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম, প্রক্টর ড. কামাল হোসেন এবং শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিত্র এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সৈয়দ ইয়ানুর শাহ। তিনি বলেন, চিত্র আমার স্বপ্নের একটি সংগঠন। প্রথম দিকে কর্মক্ষেত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক হলেও এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে বিপুল সাড়া পেয়ে আমি খুবই গর্ব বোধ করছি।
আয়োজনটির আহ্বায়ক ও পৃষ্ঠপোষকতায় হিসেবে ছিলেন সাফওয়াত সানজিদা খান।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া