ভাষা দিবস উপলক্ষ্যে পাবিপ্রবিতে চিত্র কর্তৃক আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্ট ভিত্তিক সোসাইটি চিত্র এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা ভাষা ও বাংলাদেশ ১ম আন্তঃস্কুল চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাবনা সদর উপজেলার মধ্যে ১০ টি স্কুলকে আমন্ত্রন করা হয়। এতে প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মূল পর্ব নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ ১২০ টি ছবি ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে প্রদর্শনী করা হয় এবং প্রতিযোগিতাটিতে প্রতি বিভাগের শীর্ষ ১০ কে পুরষ্কৃত করা হয়।
আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো হাবিবুল্লাহ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান বিজয় দাশ গুপ্ত, এবং স্থাপত্য বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ।
প্রতিযোগিত টি ২ টি বিভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। ক বিভাগ ( ৩য় -৬ষ্ঠ শ্রেনী) এ প্রথম স্থান অধিকার করে স্কয়ার কিন্ডারগার্টেন এর ৩য় শ্রেনীর শিক্ষার্থী নাফিজ সাদিক। দ্বিতীয় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মৌনালী হাসান।৩য় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সামিয়া খাতুন।
খ বিভাগ ( ৭ম -১০ম শ্রেনী) এ প্রথম স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী সূবর্ণা আফরোজ।
দ্বিতীয় স্থান অধিকার করে স্কয়ার হাই স্কুল এন্ড এর ৭ম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত জাহান। তৃতীয় স্থান অধিকার করে পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।
২১শে ফেব্রুয়ারী তে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম, প্রক্টর ড. কামাল হোসেন এবং শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিত্র এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সৈয়দ ইয়ানুর শাহ। তিনি বলেন, চিত্র আমার স্বপ্নের একটি সংগঠন। প্রথম দিকে কর্মক্ষেত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক হলেও এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে বিপুল সাড়া পেয়ে আমি খুবই গর্ব বোধ করছি।
আয়োজনটির আহ্বায়ক ও পৃষ্ঠপোষকতায় হিসেবে ছিলেন সাফওয়াত সানজিদা খান।
এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
