মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ 'যাতনা প্লাবন’
![](/storage/2024/February/p4jxqhUX555273vTEaa14BVu5CxZOHt1IrFOAtVi.jpg)
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মুক্তি মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘যাতনা প্লাবন’ । কবি পরিচয়ের আগেই আমরা মুক্তি মাহমুদকে দেখি সংস্কৃতির নানা ক্ষেত্রে বিচরণ করতে । মুক্তি মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালের ২১শে সেপ্টেম্বর বরিশালে। তার পিতার নাম মোবারক আলী এবং মাতার নাম মৃত রাহিমা বেগম। পিতার সরকারি চাকরির সূত্রে জন্মের পর থেকেই তিনি চট্টগ্রামে বেড়ে ওঠেন। তার শৈশব, কৈশোর এবং তারুণ্য কেটেছে চট্টগ্রামের হালিশহরে। এক কথায়, তিনি এখন চট্টগ্রামেরই মানুষ। তার শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
একই সাথে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নাট্যকলার ছাত্র ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রামাণ্য চিত্র নির্মাণ এবং চিত্রনাট্য লিখন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদপ্রাপ্ত হন। ২০১১ সালে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশ নেন। ছোটবেলা থেকেই তিনি ডানপিটে স্বভাবের ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি রাজনীতি ও থিয়েটার কর্মী ছিলেন। চট্টগ্রামের থিয়েটার ওয়ার্কশপের নাট্যকর্মী হিসেবে তিনি মঞ্চে কাজ করেন দীর্ঘদিন। পাশাপাশি তিনি কবিতা লেখা, আবৃত্তি, সাংবাদিকতা এবং বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
২০২২ সালে তিনি বাংলাদেশ বেতারের নাটক বিভাগের অতিথি প্রযোজক এবং ২০১৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিলের সম্মানিত সদস্য। নির্মাতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ডকুমেন্টারি নির্মাণ করে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বেশ কিছু নাটক, টেলিফিল্ম এবং শর্ট ফিল্মও নির্মাণ করেছেন।
যাতনা প্লাবন বইটি প্রকাশিত হয়েছে বলাকা প্রকাশনী থেকে । আগ্রহীরা বইটি বাংলা একাডেমির একুশে বইমেলায় বলাকা প্রকাশনী স্টল ৩০৫ থেকে সংগ্রহ করতে পারবেন।
Sunny / Sunny
![](/storage/2025/January/0UBgwQvfkyLq8CnNHcsQHPF9xOXzX4945QJWrmHv.jpg)
সাহায্যের হাত বাড়াই
![](/storage/2024/November/l5pFAwYL0fGyQbdOQqs5FdHjVN8peMRs1abrm0qP.jpg)
কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী
![](/storage/2024/November/iiJi5VxWGDM42X4y6ADH0dpfk4g1JTK4MqXimCk2.jpg)
একজন নসু চাচা
![](/storage/2024/October/ax9MGvrNbMGx25ETNue6kD2kLMEbcvtJbvSPXxly.jpg)
বলি হচ্ছে টা কী দেশে
![](/storage/2024/October/3HvPeP11BIOPBl60ZegSUz7JvhzDkjqufnER2QJh.jpg)
জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল
![](/storage/2024/September/x3fU871aVSU3iCyacIKXteyQsZhTGq8x4MioAFSp.jpg)
দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
![](/storage/2024/September/bgKr7a5PljmhksE4QXZqv2ywxcqYliBqGsVvkd4a.jpg)
মজার প্রাইমারি স্কুল
![](/storage/2024/September/wwH4doqDLv08NNg2spYBpFF1695Rv5NJctWkXkhY.jpg)
ভিন্নতা ছিল না সেদিনও
![](/storage/2024/September/9nqkj41x88e1KDVZ2G4hcIU4yfiyiAWgGsWz5YQg.jpg)
বিজয় এলো
![](/storage/2024/September/K6SgrTDU3fHpuwrFgTfnFL6HmPXwAzlGP4CClICb.jpg)
বাড়াও না আজ বুকটা
![](/storage/2024/September/QmS5WN5rEwGPFM4agWlHmNv8wjWBbZiYGlutHK4k.jpg)
চবি শাটল
![](/storage/2024/August/FjzyMNNl0EvahJcWTN7MmzCXck0DvVlO5P1MwBFo.jpg)
আমি একটি বই
![](/storage/2024/August/Kvpv6GSURLVPdhSAKmlRS1VrdD4raJClEckZ5Hl0.jpg)