ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বঙ্গবন্ধু স্মরণে মানিক লাল ঘোষ এর শোকের পংক্তিমালা


মানিক লাল ঘোষ photo মানিক লাল ঘোষ
প্রকাশিত: ১৫-৮-২০২১ রাত ৮:৫৯

বঙ্গবন্ধু স্মরণে মানিক লাল ঘোষ এর শোকের পংক্তিমালা

 রাতটা ছিলো অমানিশার
 দিনটা ছিলো শোকের 
 চোখের কোণে বৃষ্টি ছিলো
 কোটি কোটি লোকের।

হাতটা সবার খোলাই ছিলো
 মুখটা ছিলো বন্ধ
অজানা এক আশংকাতে
 নিজের সাথে দ্বন্দ্ব ।
 
সেদিন যদি সাহস করে
উঠতো  জেগে সবে 
বুকে থাকা কষ্ট পাথর 
নেমে যেতো কবে !

সেই ভুলের খেসারতে 
আজও ভেজা চোখ
পিতা তুমি ক্ষমা করো
আমরা ব্যর্থ  লোক।

এমএসএম / এমএসএম