কালীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে কালীগঞ্জ পৌর মিলনায়তনে মেয়র এসএম রবীন হোসেনের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদল হোসেনের সঞ্চালনায় এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা কর্মচারীগণ ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি কে বরণ করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আখতারউজ্জামান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা তাঁর দেখানো পথেই চলবো। কালীগঞ্জ পৌরসভাকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত শহর হিসেবে গড়ে তুলবো। ইতিমধ্যেই পৌরসভায় প্রায় ২৫ কোটি টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঃ গণি ভুইয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী ও শর্মিলী দাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পৌরবাসী।
এর আগে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটের একটি রাস্তার কাজ উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম