সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র মানববন্ধন
রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহের দাবিতে তার নিজ জেলা কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন করেছে।মঙ্গলবার বেলা ১১টায় শহরের ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তরের অযৌক্তিক জটিলতার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, প্রয়োজনীয় সবধরনের ডকুমেন্ট দেওয়ার পরও প্রশাসন লাশ হস্তান্তর করেনি। এখন ডিএনএ টেস্টের নামে অযথা বিলম্ব করা হচ্ছে । মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কেপিপির সহসভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এন টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও কে পিসির নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, কেপিসির দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক চাঁদ আলী প্রমুখ। মানববন্ধনে রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, বৃষ্টি খাতুনের লাশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। তার এনআইডি কার্ড, জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেট রয়েছে । এ ছাড়া কুষ্টিয়ার স্থানীয় জনপ্রতিনিধিরাও তাকে বৃষ্টি খাতুন হিসেবেই সনাক্ত করেছেন। এরপরও আর কোনো প্রমাণের দরকার হয় না। তাই আমরা দ্রুত বৃষ্টির লাশ তার বাবা-মায়ের কাছে হস্তান্তরের দাবি জানাই। প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। এরমধ্যে রয়েছেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিত বৃষ্টি খাতুন। নিহত সবার লাশ হস্তান্তর সম্পন্ন হলেও ধর্মীয় জটিলতায় বৃষ্টির লাশ এখনো তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। এ মানববন্ধনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫