মধুপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনুষ্ঠানের উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ শফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।পাশাপাশি প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য লিটন সরকার, জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোবাহান আলী প্রমুখ।
সহকারী শিক্ষক মোঃ আঃ বাছিত এর সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমিলা কর্মকার, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান নয়ন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিয়া সুলতানা, আফরিনা আক্তার আখি, আনোয়ার হোসেন, আঃ করিম। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম