স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪' পেলেন ৩০ জন সফল উদ্যোক্তা ও পেশাজীবী নারী
দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপম করলো বিজনেস আমেরিকা ম্যাগাজিন। ৮ মার্চ বনানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরুপ ৩০ জন নারী উদ্যোক্তা ও পেশাজীবি নারীকে সম্মাননা প্রদান করা হয়। নারী দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, ব্যারিষ্টার সুমাইয়া আজীজ, নারী সাংবাদি রোকেয়া হায়দার।
ঐতিহাসিক ৭ই মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রোকেয়া হায়দার, প্রধান সম্পাদক, বিজনেস আমেরিকা ম্যাগাজিন, মাল্টিমিডিয়ার সাংবাদিক, সমাজ কর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা; গীতিআরা সাফিয়া চৌধুরী, চেয়ারম্যান, অ্যাডকম লিমিটেড; অধ্যাপক ড. সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও সদস্য, বোর্ড অব ট্রাস্টি, সিপিডি। এই পর্বে 'স্বাধীনতার পর থেকে স্মার্ট বাংলাদেশে স্বপ্নজয়ী নারীরা: নিজেদের স্বপ্ন জয়ের গল্প' শীর্ষক পর্বে স্বপ্ন জয়ের কথা বলেন অধ্যাপক ড. নুজহাত চৌধুরী, অধ্যাপক, চক্ষুবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; অ্যাডভোকেট লায়ন কে এইচ সালিমা রওশন, নির্বাহী পরিচালক, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও ভাইস চেয়ারম্যান, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।

প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল- বাংলাদেশের ব্যবসা জগতে জেন্ডার বৈষম্য। এতে সভাপতিত্ব করেন, প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড। এতে মূল বক্তা ছিলেন, ডায়মন্ড চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ডিসিডিএল, পরিচালক, হ্যাভেনস গ্রুপ: এটি সঞ্চালনা করেন, রোকিয়া হায়দার, মাল্টিমিডিয়ার সাংবাদিক, সমাজ কর্মী, এনআরবি ওয়ার্ডের উপদেষ্টা; এতে বক্তা ছিলেন, ড: জারিন দেলাওয়ার হুসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইন্টিগ্রো ফার্মা লিমিটেড এবং চেয়ারপারসন, ইন্টিগ্রো গ্লোবাল লিমিটেড; শমী কায়সার, ব্যবস্থাপনা পরিচালক, ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেড; নুসরাত আক্তার, কো-ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্স, হাসমিমুখ সমাজ কল্যান সংস্থা, আনুশা চৌধুরী, সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা, লেটস্ টক মেন্টাল হেলথ: শারমিন সুলতানা; চেয়ারপারসন, অর্কিড জিওটেক্সটাইল লিমিটেড।
দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিলো- প্যানেল সাহাপাতিত্ব করেন, তামান্না রাকানী, মানুষে দ্বিতীয় প্যানেল আলোচনা অনুস্থিল বক্তা ছিলেন, সেলিয়া শাহনাজ, পিএইচডি, অধ্যাপক, বাংভাইস প্রেসিডেন্ট, অনন্ত টেরেস। এর মপর্নের সঞ্চালক ছিলেন, নাহিদা আক্তার, কান্ট্রি সেলস রিয়োজোজোট প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই প্যানেলে আলোচনা করেন। মানতাশা আহমেদ, প্রেসিডেন্ট, বাংলাদেশটিভ, ভরাকল বাংলাদেশন, প্রতিষ্ঠাতা সভাপতি, এএফডিবি ও প্রতিষ্ঠাতা, দেশী ভালোবাসি: রুদমীলা নওশীনন কোষাধ্যক্ষ, এনআরবি ওয়ার্ল্ড ও প্রতিষ্ঠাতা এবং সিইও, সিলিকন ভ্যালি, ইউএসএ; নাবিলা করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, টরুন ডিজিটাল লিমিটেড, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিজনেস ডেভেলমেন্ট এট দিগিতাইকুন।
এনআরবি ওয়ার্ল্ড-এর অ্যাপসের উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেপিসি গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রধান উপদেষ্টা কালী প্রদীপ চৌধুরী, এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের চেয়ারম্যান ও বিএসবি-ক্যাম্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ এবং রোকেয়া হায়দার, প্রধান সম্পাদক, বিজনেস আমেরিকা ম্যাগাজিন। এরপর সবাই মিলে নারী দিবসের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে দেশে ও বিদেশে কর্মরত ১০০ জন বাংলাদেশি নারী উদ্যোক্তার সফলতার কথা নিয়ে প্রকাশিত 'Most Successful Female Entrepreneurs of Bangladesh' ও ১০০ জন নারী পেশাজীবীর সফলতার কথা নিয়ে প্রকাশিত '100 Bangladeshi Professional & Career Women in the World' বিশেষ দু'টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এরপর অনুষ্ঠিত হয়, সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই পর্বে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারকমন্ডলীদের দ্বারা নির্বাচিত ৩০ জনকে 'স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪' প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪' প্রাপ্তরা হলেন- গীতিআরা সাফিয়া চৌধুরী, চেয়ারম্যান, অ্যাডকম লিমিটেড; সারা যাকের, কো-চেয়ারপারসন, এশিয়াটিক ত্রিসিক্সটি; কামরুন নাহার জহির, চেয়ারম্যান, অনন্ত গ্রুপ; রুবাবা দৌলা, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান; প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড; বিবি রাসেল, প্রতিষ্ঠাতা ও সিইও, বিবি প্রোডাকশন; অধ্যাপক ড. হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক, টিএমএসএস; সাফিনা জাহান, কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড; জিওটেক্সটাইল লিমিটেড: ড. সাদেকা হালিম, ভাইস-চ্যান্সেলর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. নুজহাত চৌধুরী, অধ্যাপক, চক্ষুবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: ফারহানা হানিপ, চিফ ফাইন্যান্স অফিসার, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব বিজ্ঞান ও প্রযুক্তি: তাওহিদা শিরোপা, প্রতিষ্ঠাতা এবং সিইও, মনের বন্ধু: নীলা হোসনা আরা, ফাউন্ডার ও নাজমুন মাহফুল, ব্রডকাস্ট সাংবাদিক, উদ্যোক্তা: শারমিন সুলতানা, চেয়ারপারসন, অর্কিড সিইও, ইবিগ্রো ফার্মা লিমিটেড, চেয়ারপারসন, হীনেন্ট দেলাওয়ার হোসেন, বাবস্থাপনাকনিয়া জান্নাত সালেহ, প্রতিষ্ঠাপনা পরিচালক, সাইমন গ্রুম্প; ইতিয়া গ্লোবাল লিমিটেডঃ মাধ্যক্ষ, এনআরবি ওয়ার্ল্ড ও প্রতিষ্ঠাতা এবং সিইও, কাদমিলা সর্বশীন কল ভ্যালি, ইউএসএ; সামসুন নাহার, সহ প্রতিষ্ঠাতা, নিট কনসার্ন প্রাণা ও নিট কনসার্ন ফাউন্ডেশন; নূরজাহান বোস, লেখক এবং উইমেন রাইটস এা ভিডিকনসার্ন গ্রম্প ও নিট অনুমামার্নব্যকাইপেনা পরিচালক, ডিসিডিএল; পরিচালক, হ্যাভেনস গ্রুপ: অঞ্জিনিন। ডায়মান্ত চৌধুরী, বাবস্থানেস এবং হোটেল মেস কল্প; তাহমিনা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালকই সেভেন রিং সিমেন্ট: রুমানা চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর, ওয়ারাহ: তৌহিদা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেড; লাফিফা জামাল, পরিচালক, বাংলাদেশ ফ্লাইং ল্যাবস, অধ্যাপক, রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়: কনা রেজা, প্রতিষ্ঠাতা এবং সিইও, পান সুপারি; পুনম শারমিন ঝিলমিল, পরিচালক, বারভিদা; শমী কায়সার, ব্যবস্থাপনা পরিচালক, ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেড; এবং সেলিয়া শাহনাজ, পিএইচডি, প্রতিষ্ঠাতা ও চেয়ার, সাইট গ্রুপ ফ্ল্যাশ, সবিতা আগরওয়ালা, চেয়ারপারসন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড।

তৃতীয় প্যানেল আলোচনার বিষয় ছিলো- বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশি উদীয়মান নারী। এ প্যানেলে সভাপতিত্ব করেন, টিনা জাবীন, প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টার্টআপ কনসোর্টিয়াম, পরিচালক, বাংলাদেশ মহিলা ইনভেস্টর নেটওয়ার্ক; এই প্যানেলে মূল বক্তা ছিলেন, ড. তানিয়া হোসেন, অধ্যাপক, ফ্যাকাল্টি অব লেটারস, আর্টস এন্ড সায়েন্স ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, জাপান; সঞ্চালনা করেন, ঈশিতা শারমিন, সিইও, বিক্রয় ডটকম। আলোচনা করেন, আফসিয়া জান্নাত সালেহ, ব্যবস্থাপনা পরিচালক, সাইমন ওভারসিজ লিমিটেড; ফেরদৌসী হেনা চৌধুরী, মেয়র, ওয়ার্থিং কাউন্সিল, যুক্তরাজ্য; কাউন্সিল মমতাজ খান, ডেপুটি কেবিনেট, হেলথ অ্যান্ড অ্যাডাল্ট সোস্যাল কেয়ার; ফারজানা আফরিন তিশা, ক্লাউড ব্যবসার প্রধান, ব্রেন স্টেশন ২৩; ইসরাত সুলতানা, স্বত্বাধিকারী লাক্স স্কিন অ্যাসথেটিকস ক্লিনিক।
Sunny / Sunny
সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-এ সাউথইস্ট
পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন
কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
প্রথমবারের মত সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক
টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক