ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিএডিসি’র লাইব্রেরিতে ২৬ হাজার ৩০০ বইয়ের সমারোহ 

নগরে লাইব্রেরি ঐতিহ্য ধরে রেখেছে বিএডিসি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:৪০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বিএডিসি মূলত সারাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন- বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করে থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি ভবনের ৯ম তলায় একটি লাইব্রেরির অবস্থান। শুধু লাইব্রেরি নয় সাথে যুক্ত আছে একটি বঙ্গবন্ধু কর্নার।

লাইব্রেরি সম্পর্কে জনসংযোগ কর্মকর্তা এস এ এম সাঈব এর সাথে কথা বলে জানা যায়, লাইব্রেরিটি বিএডিসি’র সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠিত। এরপর লাইব্রেরিয়ান মেহিদী হাসানের সাথে পুরো লাইব্রেরি ঘুরে দেখা যায়, হাজার হাজার বইয়ের সমারোহে সমৃদ্ধ এই লাইব্রেরি। শুরুতে বিএডিসি’র একটি বিশেষ লাইব্রেরি মনে হলেও লাইব্রেরিয়ান মেহিদী হাসান বলেন, বিএডিসি গ্রন্থাগার অন্য যেকোনো বিশেষ লাইব্রেরির চেয়ে আলাদা, এর কারণ- এখানে কৃষি বিষয়ক বই ছাড়াও জ্ঞানের অন্যান্য শাখা প্রশাখার বই রয়েছে। বইপ্রেমী যেকোন মানুষ এই গ্রন্থাগারের সংগ্রহ দেখে মোহিত হবেন। এখানে রয়েছে ২৬ হাজার ৩০০ বইয়ের সমারোহ। কৃষি, অর্থনীতি, সাহিত্য, দর্শন, ধর্মীয়, ভূতত্ত্ব, রসায়নশাস্ত্র, প্রকৌশল বিদ্যার হাজারো বই বয়েছে গ্রন্থাগারটিতে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ধীরে ধীরে বাড়ছে বইয়ের সংগ্রহ। 

বর্তমানে এই লাইব্রেরিতে রয়েছে কৃষি বিষয়ক সকল প্রতিষ্ঠানের নিয়মিত প্রকাশনা। যেমন বার্ষিক প্রতিবেদন, প্রশিক্ষণ ম্যানুয়াল, রিপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মুখপত্র। প্রন্থাগারে আরো রয়েছে বিভিন্ন দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা/প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাপানো বিশেষ সাময়িকী। এছাড়াও বিভিন্ন দেশি বিদেশি পত্রিকার সংগ্রহ রয়েছে বিএডিসি গ্রন্থাগারে। বিভিন্ন ডিরেক্টরি ডিকশনারি, বাংলাপিডিয়া, এটলাসের কালেকশন চোখে পড়ার মত।

কৃষি, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, প্রকৌশলবিদ্যা, ব্যবস্থাপনা, অর্থজাতিক সম্পর্ক, ধর্ম, ইতিহাস ও ইংরেজি, বাংলা সাহিত্যের দেশি বিদেশি বিষয়ভিত্তিক বইয়ের সংগ্রহ রয়েছে এই গ্রন্থাগারে। সহিত্যের আদি, মধ্য ও আধুনিক যুগের স্বনামধন্য লেখকের বইয়ের কালেকশন রয়েছে গ্রন্থাগাারটিতে। 

সরকারি চাকুরির বিধি-বিধান, আইন, পরিপত্র, কৃষি বিষয়ক নীতি সংক্রান্ত একটি সেকশন রয়েছে গ্রন্থাগারে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা সংক্রান্ত ম্যানুয়ালের কপি রয়েছে গ্রন্থাগারটিতে। চাকুরি সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান সংক্রান্ত বিভিন্ন বই রয়েছে এই সংগ্রহশালায়। এছাড়াও সংস্থার সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রকাশিত ও.এন্ড.এম ম্যানুয়ল রয়েছে এই গ্রন্থগারে যেখান থেকে বিএডিসি'রব শুরুত্বপূর্ণ আদেশ/পরিপত্র সার্কুলারর সংকলন পেয়ে থাকবে বইপিপাসুরা।

বিএডিসি গ্রন্থাগারের অভ্যন্তরে রয়েছে একটি নান্দনিক বঙ্গবন্ধু কর্নার। এখানে রয়েছে বঙ্গবস্তু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, তার জীবনী এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের রচিত বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন।  এছাড়াও মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনআলোখ্য নিয়ে বিভিন্ন লেখকের গবেষণাধর্মী বই। বঙ্গভবনের সবুজ সৌন্দর্য উপভোগ করতে করতে বইপ্রেমীরা ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয় বিশদভাবে জানতে পারে।

সংস্থার জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত কৃষি সমাচার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত প্রকাশনা নিয়ে গ্রন্থাগারের প্রবেশমুখে রয়েছে সামিয়িকী কর্নার। এই কর্নার থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমসাময়িক বিভিন্ন বিষয় এবং উন্নয়নমূলক খবর পাওয়া যায়। এছাড়াও বিএডিসির বিভিন্ন ট্রেনিং, প্রোগ্রামের স্বরণিকা লাইব্রেরির এই অংশে সংরক্ষিত রয়েছে। এছাড়াও বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকার বিভিন্ন দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার কপি রয়েছে এ কর্নারে। কৃষি বিষয়ক বিভিন্ন দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তর/সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, প্রতিবেদন, লিফলেট এই কর্নারে সংরক্ষিত রয়েছে। 

বিএডিসি যেসকল কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তাদের অভিসন্দর্ভ সংরক্ষিত রয়েছে এই  গ্রন্থাগারে। বীজ, সেচ, আধুনিক কৃষি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণাপত্র ও থিসিস থেকে বিএডিসি'র গবেষণাপ্রিয় কর্মকর্তা এবং উচ্চ শিক্ষায় আগ্রহী ব্যক্তিগণ সুন্দর ধরণা পেতে পারে। সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী জনসংযোগ বিভাগের নির্দিষ্ট ফর্ম পূরণ করে গ্রন্থাগারের সদস্য কার্ড সংগ্রহ করে গ্রন্থাগার থেকে নির্দিষ্ট সময়ের জন্য বই ধার নিতে পারে।

বিএডিসি’র জনসংযোগ কর্মকর্তা এস এ এম সাঈব বলেন, বিএডিসির লাইব্রেরি একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি। প্রতিষ্ঠলগ্ন থেকেই এই লাইব্রেরিটি বিদ্যমান রয়েছে। বিভিন্ন সময়ের চেয়ারম্যানের আমলে এর উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান যিনি চেয়ারম্যান আছেন আব্দুল্লাহ সাজ্জাদ;এনডিসি তিনি এই লাইব্রেরিকে আপডেট করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও এখানে একটি সুন্দর বঙ্গবন্ধু কর্নার রয়েছে। যেখানে বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জীবনকালের বিভিন্ন ছবি সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে। লাইব্রেরির প্রতিটা বই দুর্লভ ও প্রাচীন। এখানে নিয়মিত যারা পাঠক তারা বিএডিসি’র কর্মকর্তা, কর্মচারী। তিনি আরও বলেন, বিএডিসির বঙ্গবন্ধু কর্নারটি মতিঝিল এলাকার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ সাদাত এনডিসি বন্ধুবন্ধু কর্নার এর উৎকর্ষতা বৃদ্ধিতে পরামর্শ দিয়ে থাকেন।

জনসংযোগ কর্মকর্তা  এস এ এম সাঈব মনে করেন, এই লাইব্রেরিটি আরো যুযোপযোগী করার সুযোগ রয়েছে। বিশেষ করে বইগুলো আরো বাইন্ডিং করা উচিত। আরো সুন্দরভাবে সংরক্ষিত করার পাশাপাশি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ে আসার জন্য বিএডিসি’র চেয়ারম্যান এর নির্দেশনা পেয়েছি। আগামী অর্থবছরে বাজেট পেলে এটা শুরু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

Sunny / Sunny

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা