মধুপুরে আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে মুসল্লিদের মাঝে মিসওয়াক বিতরণ
মেসওয়াক ব্যবহার রাসূল (সা.) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। মেসওয়াক ব্যবহার করার মাধ্যমে আল্লাহর রেজামন্দী হাসিল হয়। মিসওয়াক ব্যবহারে দুনিয়া ও আখিরাতের বহু উপকারিতা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আসর নামাজ পড়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর জামে মসজিদে উপস্থিত মুসল্লীদের মাঝে নবগঠিত সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচির মিসওয়াক বিতরণ করা হয়। এবং গত ১২ মার্চ উপজেলার শাইলবাইদ এলাকায় শতাধিক মিসওয়াক বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে আল-খিদমাহ ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা কাকরাইদ বিএডিসি'র খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম তকী বলেন, মিসওয়াক ব্যবহারে দুনিয়া ও আখিরাতের বহু উপকারিতা রয়েছে। তাই মিসওয়াক বিতরণের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের অনেক কর্মসূচি রয়েছে। আতর, টুপি, সেচ্ছায় রক্তদান, ফ্রী মেডিকেল ক্যাম্প এবং যৌতুক বিহীন কন্যাদান সহ সমাজ সেবামূলক অনেক কার্যক্রমে পর্যায়ক্রমে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতার কামনা করছি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু সালেহ বিন ইসহাক, মাও. মুফতি সোহাইল আহমদ, হাফেজ মুস্তাফিজুর রহমান, মুহা. মুস্তাফিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবে সদস্য মোঃ লিটন সরকার প্রমুখ।
এমএসএম / এমএসএম