ঢাকা শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিরব প্রশাসন

মসজিদে চলে তারবির নামাজ, রাস্তায় মাটির গাড়ি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ২:১০

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের বেলায় রমরমা ভাবে চলছে মাটির গাড়ি, নষ্ট হচ্ছে গ্রামীন জনপদ ও কৃষি জমি। মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও জায়গা ভরাটের কাজে। পবিত্র রমজান মাসেও থেমে নেই মাটি খেঁকোদের অত্যাচার। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারও করছে মাটির ব্যাবসা। রমজানে সন্ধ্যার পরে মসজিদে চলে তারাবির নামাজ আর রাস্তায় চলে মাটির গাড়ি (পিকআপ ভ্যান ও নিসিদ্ধ পাওয়ার টিলার) এসব কর্মকান্ডে অতিষ্ঠ এলাকা বাসি। এ বিষয়ে রাতে মোবাইল কোর্ট করাতে সমস্যা রয়েছে বলে নিরব ভুমিকায় উপজেলা প্রশাসন। সামান্য বৃষ্টি হলেই বিপদ জনক সড়কে পরিনত হয় মাটির গাড়ি চলাচলকারী গ্রামীন জনপদের পাঁকা সড়ক গুলো।

কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুরে দেখা যায়, সুন্দলপুর, ধানসিঁড়ি, ঘোষবাগ ও ধানশালিক ইউনিয়ন জুড়ে একাধিক স্থানেই চলছে মাটির গাড়ি। কোন প্রকার পরিবেশ রক্ষায় ব্যাবস্থা না রেখে হরহামিষা মাটির গাড়ি চলাতে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামীন জনপদের মানুষের দৈনন্দিন চলাফেরা। জানা যায়, নরোত্তম পুর ইউনিয়নের করম বক্স বাজারের পাশে দুটি স্থানে দিনে রাতে চলে মাটির গাড়ি, সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর, আবদুল্যা মিয়ার হাটের আশপাশ ও হাতাইল্লা পোলসহ কয়েকটি স্থানেই সন্ধ্যার পর শুরু হয় মাটির গাড়ির ঝনঝনানি শব্দ। ধানসিঁড়ি ইউনিয়নের বিডিপি বাজার, আক্তারের খেয়া ও নলুয়া ভুইয়ার, নলুয়া অলিমাঝির খেয়া এলাকায় সন্ধ্যা হলেই মিলে মাটির গাড়ির মেলা। একই অবস্থা ঘোষবাগ ইউনিয়নের বাটার চরিয়ার দোকান, পশ্চিম সোনাদিয়া, হালিমের মোকাম সহ আশপাশে কয়েকটি স্থানে। এছাড়াও ধানশালিক ইউনিয়ন ঝুড়েই রয়েছে একাধিক স্থানে মাটি কাটার উৎসব। মাত্র কয়েকদিন আগেই চেয়ারম্যানের মাটির গাড়ি চাপায় প্রাণ হারালো একটি মাদ্রাসা ছাত্রের। যেখানে ধানশালিক ইউনিনের চেয়ারম্যান নিজেই চালাচ্ছে মাটির গাড়ি সেখানে অন্যা মাটি ব্যাবসায়ীরা কেন বসে থাকবে। ধানশালিক ইউনিয়ন গুরে দেখা যায়, ইউনিয়নের চর মন্ডলিয়া বাজার, রিক্সাআলার দোকান, মুড়া আমিরাবাদ ইয়াকুব চেয়ারম্যানের প্রজেক্ট এলাকায় চলছে ছোটখাটো মাটি ব্যাবসায়ীদের গাড়ি আর খোদ চেয়ারম্যান ও মাষ্টার সর্দারের নেতৃত্বে ইউনিয়নের পূর্ব অংশ চর এলাহী ব্রিজ সংলগ্ন স্থানের পশ্চিম পাশে চলছে বড় কন্ট্রাক্টের মাটির পয়েন্ট। এসব মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটা ও জায়গা ভরাটের কাজে।

এ বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরওয়ার উদ্দিন মুঠোফোনে জানান, গত আইনশৃঙ্খলা মিঠিংয়ে মাটির গাড়ি গুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে ইউনিয়ন বা এলাকা বৃত্তিক ব্যাবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নে জবাবে একর্মকর্তা বলেন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরাও যদি মাটি কাটার সাথে জড়িত থাকে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু