রফিক হোটেলে রমজান মাসব্যাপী ফ্রি সেহরী ও ইফতারের খাবার
মনের ইচ্ছে শক্তিকে প্রাধান্য দিয়ে প্রতিবছরের ন্যায় এই বছরেও সেহরী ও ইফতার ফ্রিতে করাচ্ছেন জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারের হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম। তার প্রতিষ্ঠানের নাম রফিক হোটেল। প্রতিদিন প্রায় দেড়শত জন রোজাদার ফ্রিতে সেহরী ও ইফতার করেন তার এই হোটেলে। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির জনসাধারণ।
শুক্রবার দিবাগত রাত ৩ টায় ওই হোটেলে গিয়ে দেখা যায়, ৭ টি টেবিলে ৫ থেকে ৬ জন বসে খাচ্ছেন রোজা রাখার উদ্দেশ্যে সেহরীর খাবার। প্রতি প্লেটে ভাতের সাথে রয়েছে গরুর মাংস, ছোট মাছের ভাজি, সবজি, আলু ভর্তা । এসব খাবারের পাশাপাশি দেওয়া হচ্ছে ডাল। পেটপুরে খাচ্ছেন প্রত্যেকেই। ব্যস্ত সময় পার করছেন হোটেল মালিক রফিকসহ তার ভাই ও কর্মচারীরা। বাহিরে সেহরীর উদ্দেশ্যে অপেক্ষা করছেন অনেকেই । অপেক্ষারতদের খাবার পরিবেশন করা হয়েছে তিন দফায়। খাবার পরিবেশনের পরে হোটেল মালিক সকলের অবগতির জন্য উচ্চকন্ঠে জানিয়ে দিচ্ছেন, সেহরী ও ইফতারের কোন টাকা নেওয়া হয়না এবং বাহিরে দুধ রাখা আছে, সেহরী শেষে দুধ খাবেন।
সেহরীতে আগত কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের মধ্যে রয়েছে চাকুরীজীবী, ব্যবসায়ী, ড্রাইভার, রোগী, যাত্রী, নাইটগার্ড সহ অনেকে।
পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার কোলাহাট এলাকার বাসিন্দা রিফাত হোসেন শাওন বলেন, হাসপাতালে রুগী নিয়ে এসেছি। রাতে সেহরি খাওয়ার জন্য হোটেল খুঁজতে এসে এই হোটেলে আসি। এখানে ভালো মানের খাবার পরিবেশন করা হয়েছে। খাবার খেতে বসে জানতে পারলাম তিনি টাকা না নিয়ে সেহরি খাওয়ান। তার এই কার্যক্রমে আমাদের মতো অনেক বিপদগ্রস্থ লোকের উপকার হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আলাউদ্দিন মন্ডল নামের এক কর্মচারী বলেন, আমি রাত্রিকালীন রোগীদের সেবা দিয়ে থাকি। শেষ রাতে বাসায় গিয়ে সেহরি খাওয়া কষ্টকর হয়ে পড়ে। রফিক হোটেল থাকায় বাড়ি না গিয়ে এখানেই সেহরি খাই। এখানে মাংস, ভাজি, ডিম, ডাল এবং দুধ দিয়ে সেহরি করানো হয়। এতে আমরা অনেক উপকৃত। তার জন্য দোয়া করি।
হোটেল মালিক রফিকুল ইসলাম বলেন, রমজান মাসে খাবারের হোটেলগুলো বন্ধ থাকে। এতে ইফতারি ও সেহরির সময় রোজাদারদের অনেক কষ্ট হয়। বছরের এগারো মাস আমি হোটেল ব্যবসা করি। যা আয় হয় তার থেকে কিছু টাকা জমিয়ে রেখে রমজান মাসে সকল রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করি। ২০১৬ সাল থেকে এই কার্যক্রম শুরু করেছি। এ কাজে আমার হোটেলের কর্মচারীরা সহযোগীতা করে। তারাও এই মাসে কোন পারিশ্রমিক নেয় না। মুলত পরকালের মুক্তি এবং মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যেই আমি এই কাজ করি। আমি যতদিন বাঁচবো এটা যেন চালু রাখতে পারি এজন্য আপনার দোয়া করবেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সমাজে অনেক বিত্তবান থাকলেও নেই তাদের আগ্রহ। তবে গত ৯ বছর ধরে সেহরী ও ইফতার ফ্রিতে করাচ্ছেন রফিক। খাবারের তালিকায় থাকে সেহরিতে গরুর মাংশ/ মাছ/ ডিম, ভাজি, ডাল । সেহরি সমাপ্ত হয় এক গ্লাস দুধ দিয়ে । আর ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানী, ছোলা বুট, বুন্দা, পিঁয়াজু, বেগুনি সাথে একগ্লাস শরবত। প্রতিদিন প্রায় ১’শ ২০ থেকে ১’শ ৫০ জন খায় এই সকল সেহরী ও ইফতারের খাবার।
আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওর্য়াড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু বলেন, জয়পুরহাট জেলার মধ্যে রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম তার হোটেলে দীর্ঘদিন ধরে টাকা ছাড়াই সেহরি ও ইফতার করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মাধ্যমে এই এলাকার পাশাপাশি বাহির এলাকা থেকে আগত রোজাদাররা অনেক উপকৃত হন। এটি একটি মহৎ কাজ। রফিক গরিব হলেও তার মন অনেক বড়।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, রফিক হোটেলে সেহরী ও ইফতারী বিনামূল্যে অনেক দিন ধরেই খাওয়ানো হয়। এটি নিঃসন্দেহে ভালো কাজ। তবে সে যদি ব্যবসায়িক প্রচারণার উদ্দেশ্যকে ব্যতিরেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই কাজ করে থাকে, তবেই সে পরকালের জন্য সফল হতে পারবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫