ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

পটিয়ায় তেকোটা-মাষ্টারদা সূর্য সেন সড়ক খালে বিলীন হচ্ছে


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৬:১১

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দকলা ব্রিজ থেকে গৈড়লা তেকোটা মাষ্টারদা সূর্য সেন সড়কটি চাঁনখালী খালে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এ সড়ক দিয়ে প্রায় ৫ হাজার জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় এমপিসহ সংস্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

জানা যায়, চন্দকলা ব্রিজ থেকে গৈড়লা ঘোষেরহাটসহ তেকোটা বৌদ্ধমন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য মাষ্টারদা সূর্য সেন সড়কের। দীর্ঘদিন থেকে সড়কটির বিভিন্ন এলাকায় ব্রিক সলিং উঠে গিয়ে এবং রাস্তার মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া চাঁনখালী ভাঙন ও পার্শ্ববর্তী পুকুরের ভাঙনে রাস্তার দুপাশে খাল ও পুকুরের গর্ভে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে রাস্তার পাশে করা পাকা রিটেইনিং ওয়ালটির নিম্নমানের কাজের কারণে খালের পাশে ধসে গেছে। এ অবস্থায় এ সড়ক দিয়ে হে‍ঁটে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, তেকোটা-মাষ্টারদা সূর্য সেন সড়কের বৌদ্ধমন্দিরের সামনে সড়কের একটি ব্রিজের দুপাশের মাটি সরে গিয়ে ও রাস্তার মাটি খালের পানিতে বিলীন হয়ে গেছে।

ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তা দুপাশে ৪ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করা হয়েছে। রাস্তার ভাঙন রোধে চন্দ্রকলা ব্রিজ এলাকায় এলজিইডির অধীনে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে পাকা রিটেইনিং ওয়াল দেয়া হয়েছে। ঠিকাদারের নিম্নমানের কাজের জন্য বর্তমানে এ ওয়ালটি চাঁনখালী খালে ধসে গেছে। ফলে রাস্তার মাটি খালে বিলীন হয়ে গেছে। তাছাড়া সড়কের বিভিন্ন এলাকা পানি নিষ্কাশনের কালভার্টগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তার ওপর দিয়ে পানি উপচে পড়ে রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য চলতি অর্থবছরে পরিষদের ১% পাওয়া বরাদ্দ থেকে ১ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। স্থানীয় এমপি বরাবর সড়কটি পুরোপুরি সংস্কারের জন্য আবেদন করলে এলজিইডিকে সড়কটি মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

এ ব্যাপারে ধলঘাট ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক সরিৎ চৌধুরী সাজু ও মিন্টু বড়ুয়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে গৈরলার ঘোষেরহাট, তেকোটা বৌদ্ধমন্দির, তেকোটা প্রাইমারি স্কুল, গৈড়লা হাই স্কুল, গৈড়লা প্রাইমারি স্কুল, মুকুট নাইট হাই স্কুল, মুকুট নাইট প্রাইমারি স্কুলসহ সর্বপোরি চট্টগ্রামের পটিয়া এলাকার সাথে জনসাধারণ চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির দুপাশ ভেঙে খালে বিলীন হয়ে যাচ্ছে। রাস্তার ব্রিজের পাশের মাটি সরে গিয়ে ও বিছানো ইট উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসীর চলাচল দায় হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় এমপি, মেম্বার, চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি। তাই এলাকার জনসাধারণের স্বার্থে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সকলের নিকট জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত