ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

তারাগঞ্জে সাংবাদিকের সাথে প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ, ইউএনও কে অভিযোগ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২০-৩-২০২৪ বিকাল ৫:৫৭

রংপুরের তারাগঞ্জ উপজেলাধীন হাড়িয়ারকুঠি ইউপি’র সৈয়দপুর ছপুর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত শিক্ষকগণের প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান চলে নিজ খেয়ালে।এমন তথ্যের ভিত্তিতে, (১৯ জানুয়ারি) মঙ্গলবার সকালের সময় ও কালবেলা পএিকার প্রতিনিধি  উক্ত বিদ্যালয়ে সকাল ৯.৩০ মিনিটে উপস্থিত হলে দেখা যায় ১২/১৩ জন শিক্ষার্থী এলোমেলো ঘুরছে। সহকারি শিক্ষক জগদীশ চন্দ্র রায় একাকিত্বের অসহায় চেতনা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে বসে আছেন। খোঁজ নিয়ে জানা যায় বিদ্যালয়টি কর্মরত শিক্ষক ৬ ।

প্রধান শিক্ষক মঞ্জুলা ভট্টচার্য্য এর সাথে মোবাইল ফোন কথা হলে তিনি রাস্তায় আছেন বলে জানান এবং আমাদের অপেক্ষা করতে বলেন। প্রধান শিক্ষক মনজুলা ভট্টাচার্য্য বিদ্যালয়ে এসে সাংবাদিকের চাওয়া তথ্য প্রদানে গড়িমসি ও বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং উত্তেজিত কণ্ঠে সাংবাদিক কর্তৃক হেনেস্থার মিথ্যে অপবাদ দেন। 

এছাড়াও তিনি দাপ্তরিক ভাবে কর্মস্থলে উপস্থিতি সময় নিয়ে হাসপাতালে কর্মরত ডাক্তার উদ্দেশ্যে কটূকথা বলেন। তথ্য সহযোগীতা ও হেনেস্থার অপবাদ প্রসঙ্গে প্রধান শিক্ষকের রেগে যাওয়ার কারন জানতে চাইলে তিনি আরও রেগে যান এবং বলেন আপনাদের কোন কাজ নাই, আপনাদের কোন বিবেকও নাই, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পরে আছেন। তবে বিদ্যালয়ে দেরীতে আগত শিক্ষকগণ, শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন নিয়মিত উপস্থিতি সকাল ৯টায়। এ বিষয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারি শিক্ষকগণ তা স্বীকার করেন। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক কর্মকর্তাকে মোবাইলে অবগত করা হলে তিনি লিখিত অভিযোগ করতে বলেন। প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ ও মিথ্যে অপবাদের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।এ ঘটনা জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুবেল রানা বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এছাড়াও বিদ্যালয়টিতে গত ২২/২৩ অর্থ বছরে স্লীপ প্রনয়ন ব্যয় পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যয়ে বিভিন্ন অনিয়ম ও ক্রয়কৃত পণ্যের সরকারি ভ্যাট ফাঁকির বিষয়ে প্রধান শিক্ষক নিজেই বক্তব্য দেন। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিশু শিক্ষার্থীরা তেমন ভালো পাঠ উপযোগী হয়ে উঠতে পারেনি। এই সংবাদের বিস্তারিত তথ্য “শিক্ষা বিষয়ক ধারাবাহিক” প্রতিবেদনে পূনরায় তুলে ধরা হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা