ব্যানার হাতে শোভাযাত্রার মাধ্যমে পানি দিবস পালিত
 
                                    পানির প্রতিটি ফোঁটায় একেকটা জীবনের গল্প লেখা। পৃথিবীর প্রথম এবং সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে পানি। পানির অপর নাম জীবন। পানি সম্পর্কে বাণী বা শব্দে বিশেষণের এই ধারা হয়তো অসীম ধারার মতোই চলতে থাকবে আমৃত্যু। কিন্তু শেষ হবেনা পানির প্রয়োজনীয়তা, উপকারীতা।
পানি পৃথিবীর আশীর্বাদ। পানি পৃথিবীর সম্পদ। পানি ছাড়া প্রাণী জগৎ কিংবা জীব জগৎ অকল্পনীয়। কিন্তু তবুও পানির অপচয় দিন দিন যেনো বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর পারের এই ছোট্ট বাংলাদেশে স্রষ্টা প্রদত্ত ভাবে মিঠা পানি পর্যাপ্ত থাকায় পানির মূল্য বুজছেন না অনেকে।
তাইতো পানির মূল্য বোঝাতে এবং পানি নামের এই অমূল্য সম্পদ রক্ষার্থে শুক্রবার (২২মার্চ ২০২৪ ইং) শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে পালিত হয় বিশ্ব পানি দিবস। জনস্বাস্থ্য নির্বাহী  প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী  প্রকৌশলী সহ অতিরিক্ত জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব।  শুরুতেই "শান্তির জন্য পানি" শ্লোগান সম্মিলিত বর্ণাঢ্য র ্যালি হাতে পুরো জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট এড়িয়া প্রদক্ষিণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে পানির প্রয়োজনীয়তা, গুরুত্ব ও মর্ম বিশ্লেষণে বিভিন্ন উদাহরণ টেনে অনুষ্ঠানের সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন "তৃতীয় বিশ্ব যুদ্ধ আসলে সেটা পানির জন্য হবে, তূলনামূলক বাংলাদেশে স্রষ্টা প্রদত্ত মিঠা পানি বেশি হওয়ায় যদিও মানুষ পানির মূল্য বুজছেন না, তবে অবশ্যই আমাদের পানির মূল্য বোঝা উচিৎ" এসময়ে তিনি পানির প্রয়োজনীয়তা এবং পানি সম্পদ রক্ষায় সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক ও এডিসি রেভিনিউ মোঃ গিয়াস জানান অপচয় মানবতা বিরোধী, ধর্ম বিরোধী। তাই প্রতিটি ক্ষেত্রে প্রোয়জনের চেয়ে বেশি অপচয় না করার আহ্বান জানান তিনি।  এছাড়াও উপ-বিভাগীয় প্রকৌশলী শরীয়তপুর মোঃ বর্ণ হক পানির প্রয়োজনীয়তা উপলব্ধির আহ্বান জানান এবং সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে "বিশ্ব পানি দিবস" এর এই আয়োজন  শুধুমাত্র এক দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে প্রতিদিন পানি দিবস অথবা প্রতিদিন সবচেয়ে মূল্যবান পানি এই চিন্তা চেতনা হৃদয়ে লালন করে পানি অপচয় রোধ নিয়ে সকলকে কাজ করার বার্তা প্রেরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসন।
১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। তার ধারাবাহিকতায় প্রতিবছরেই ২২ ই মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হয়।
এমএসএম / এমএসএম
 
                সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
 
                নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
 
                চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
 
                শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
 
                মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
 
                গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
 
                সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
 
                আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
 
                জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
 
                শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
 
                ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
 
                নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ
 
                 
                