ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীতে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত ৭ ডাকাত গ্রেফতার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২৪ বিকাল ৫:১৭

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির সাথে জড়িত সাত জন ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতির মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। পুলিশ জানিয়েছে, গত ১৫ মার্চ রাতে মামলার বাদী ও ট্রাক ড্রাইভার মোঃ শাহীদ মিয়া, হেলপার সজল মিয়া সিটি গ্রুপ রূপসী রূপগঞ্জ নারায়নগঞ্জ থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেল ট্রাকে লোড করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে।

একই তারিখে রাত অনুমান ১০ টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাসিরদিয়া পুকুরপার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর পৌছা মাত্র পিছন দিক থেকে  একটি প্রাইভেটকার সয়াবিন তেল ভর্তি ট্রাকটিকে ওভারটেক করে ট্রাক ড্রাইভারকে সিগনাল দিয়ে গাড়ীটি থামায় এবং নিজেদের ডিবির পরিচয় দিয়ে ট্রাকটিকে আটক করে। পরে প্রাইভেটকার হতে ৭/৮জন ডাকাত নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে ট্রাকে অবৈধ মালামাল আছে বলে ডাকাত দল ট্রাক ড্রাইভার ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে দু’ হাতে হ্যান্ডকাফ পড়িয়ে প্রাইভেটকারে তুলে তেল ভর্তি ট্রাকটি নিয়ে যায়। পরে মাধবদী থানাধীন ডাঙ্গা রোডের নির্মাণাধিন একটি ব্রিক ফিল্ডের সামনে হ্যান্ডকাফ খুলে দিয়ে পিছন দিক থেকে চোখ বেধে ড্রাইভার ও হেলপারকে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। 

এ ঘটনায় গত ২০ মার্চ শিবপুর থানায় ট্রাক ড্রাইভার মোঃ শহিদ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ মার্চ নরসিংদী ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করে এবং লুণ্ঠিত তেল ও বিক্রির নগদ অর্থ  এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করে। 

ধৃত ডাকাতরা হচ্ছে নারায়নগঞ্জের মোঃ নাদিম হোসেন আনিছ (২৯), মোঃ তোহা মীর শাওন (৩৮), মোঃ মামুন (২৯), নরসিংদীর মোঃ অন্তর (২৮), মোঃ আল আমিন (২৫), হবিগঞ্জের মোঃ সোহেল মিয়া (৩৫) ও ঈশ^রগঞ্জের মোঃ ইলিয়াছ (২৩)। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা

মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাপলা কলি প্রতীকের বিজয়ের লক্ষে উঠান বৈঠক

মনপুরায় পানিই কেড়ে নিচ্ছে শিশুদের প্রাণ, এক বছরে ঝরল ৭টি নিষ্পাপ জীবন

কোনাবাড়ী থানা মহিলাদলের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করতে চায়ঃ দীপেন দেওয়ান

নেত্রকোনায় পৈতৃক জমি দখলের চেষ্টা ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ

মিরসরাইয়ে বনের পাহাড় কাটায় সক্রিয় সিন্ডিকেট

খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী আমেজ

বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি

মাগুরায় বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

কুমিল্লা-৯ সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই