ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শোক দিবসে সরকারি দায়িত্ব পালন না করে খালেদা জিয়ার জন্মদিন পালন করলেন প্রধান শিক্ষক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৩:৫৮
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন না করে খালেদা জিয়ার জন্মদিন পালনে ব্যস্ত থাকায় কারণ দর্শানোর (শোকজ) নোটিস পেলেন রাজশাহীর বাগমারার একটি স্কুলের প্রধান শিক্ষক। 
 
জানা যায়, গত ২৭ জুলাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত একটি  চিঠি/নোটিস জারি হয়, যার স্মারক নং ৪০.০০. ০০০০.০১১.৩৬.০৯১.১৯.১০৬। সেখানে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের  ৪৬তম শাহাোতবার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহীদেরে উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে ১ আগস্ট থেকে সকল সরকারি,  আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) ব্যানার টাঙানো বা ঝোলানোর নির্দেশ দেয়া হলো। 
 
কিন্তু উপজেলার মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ সরকারের ওই নির্দেশনাকে অবমাননা করে কোনো ধরনের ব্যানার বা ফেস্টুন না টাঙিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসে এবং ওই এলাকার জনসাধারণ ও আওয়ামী লীগকর্মীরা চরম অসন্তুষ্টি প্রকাশ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদকে জানান। তৎক্ষণাৎ সভাপতির নির্দেশে সেখানে বাঁশের খুঁটি পুঁতে দলীয় ব্যানার টাঙানো হয়। এরপরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
 
পরবর্তীতে জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে উপজেলা শিক্ষা অফিসার এসএম মাহমুদুল হাসান স্কুল পরিদর্শন শেষে ১৬ আগস্ট ওই শিক্ষককে শোকজ নোটিস পাঠান এবং কারণ দর্শানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁঁধে দেন।
 
বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা অফিসার এসএম মাহমুদুল হাসান মুঠোফোনে বলেন, সরকার থেকে নির্দেশনা ছিল সরকারি-বেসরকারি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে ড্রপডাউন ব্যানার বা সাধারণ ব্যানার টাঙাতে হবে। অথচ মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ ওই নির্দেশনাকে অবমাননা করে তিনি কোনো ব্যানার টাঙাননি ‍এবং কোনো প্রোগ্রামও করেননি। এতে শুধু সরকারের নির্দেশনাই অবমাননা করেননি, বরং তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারকে অবমাননা করেছেন বলেও মনে করি। তবে ২৪ ঘণ্টা সময় বেঁঁধে দেয়া হয়েছে। এরমধ্যে সন্তোষজনক জবাব দেয়ার জন্য বলা হয়েছে। তিনি যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক হাফিজের এলাকার একাধিক ব্যক্তি বলেন, এই শিক্ষকের বিরুদ্ধে বহু অপরাধ রয়েছে। তবুও কেন প্রশাসন চুপ রয়েছে আমরা জানি না। তার বিরুদ্ধে ত্রাণের টিন চুরির অভিযোগ রয়েছে, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ রয়েছে, চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, নারী কেলেংকারির অভিযোগ রয়েছে, জমি জবরদখলের অভিযোগ রয়েছে, এমনকি চতুর্থ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে (১০ বছরের শিশু) বিয়ে করার অভিযোগও রয়েছে। তবু এই শিক্ষক হাফিজ কিভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, এটাই ভাবার বিষয়। কোথায় এর ক্ষমতা? অনতিলম্বে এই শিক্ষককে চাকরি থেকে অপসারণসহ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
 
তারা বলেন, এই হাফিজ মাস্টার বিএনপি দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও বিএনপির একনিষ্ঠ কর্মী হওয়ায় ইতিপূর্বের সব অপকর্ম থেকে বেঁচে গেলেও তিনি দাপটের সাথে নানা অপকর্মে জড়িত থাকার পরও কোন শক্তিবলে এখনো অপকর্ম করে বেড়াচ্ছেন, এটা আমাদের বোধগম্য নয়। 
 
এই বিষয়ে উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিন বাঙালি জাতির সবচেয়ে কষ্টের দিন। বঙ্গবন্ধুর জন্যই  আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র। রক্তঝরা আগস্ট এলে জাতির পিতার কথা মনে পড়ে, মনে পড়ে তার পরিবারকে নৃশংসভাবে হত্যার কথা। এই দিনে শুধু শেখ মুজিবকে হত্যা করেনি, হত্যা করা হয়েছে বাঙালি জাতিকে। আর এই শোক দিবসকে অবমাননা মানে বঙ্গবন্ধুকে অবমাননা, বাঙালি জাতিকে অস্বীকার করা। এই দিবসকে পালন না করা মানে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। তাই বলব, এই শিক্ষক যেটা করেছে সেটা অবশ্যই ঠিক করেনি। এই  হাফিজ মাস্টারকে চাকরিচ্যুত করাসহ উপযুক্ত শাস্তি দেয়া হোক।
 
এ বিষয়ে জানতে হাফিজ মাস্টারের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান