ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বড়বাইদ এতিমখানা'র ব্যাপক সাফল্য, সারাদেশে মেধা তালিকায় ৮ম স্থান মুহাম্মাদ ফাহিম আকতাব


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ১২:০

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ৮ম তম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানা'র কিতাব বিভাগের ছাত্র মুহাম্মাদ ফাহিম আকতাব।

মুহাম্মাদ ফাহিম আকতাব টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কয়া গ্রামের মুহাম্মাদ সুজন মিয়া ও ফাতেমা বেগম'র একমাত্র সন্তান। সে বড়বাইদ দাওরায়ে হাদিস ও এতিমখানা'র সানাবিয়্যাহ উলয়া (উচ্চ মাধ্যমিক) শরহে বেকায়া জামাতের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।

জানা যায়, বাংলাদেশ বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮ম তম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তর টাঙ্গাইলের সেরা প্রতিষ্ঠান মধুপুর উপজেলার বড়বাইদ দাওরায়ে হাদিস এতিমখানা থেকে ৬৭ জন ছাত্র অংশগ্রহণ করে। 

গত ৩১ মার্চ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ৬৭ জন ছাত্রের মধ্যে ৬৩ জন কৃতিত্বের সঙ্গে কৃতকার্য হয়। এতে এ+ ১৬ জন, এ ১৫ জন এবং এ- ১০ জন সহ ৯৪.০২% কৃতকার্য হয়। এর মধ্যে সারা দেশের মেধা তালিকায় ৮ম তম স্থান অর্জন করে মুহাম্মাদ ফাহিম আকতাব।

এদিকে, সারা দেশের মধ্যে সেরা সাফল্য অর্জন করায় মাদ্রাসার এই কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বড়বাইদ দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হয়েছে অভিনন্দন বার্তা।

উল্লেখ্য, একটি সুন্দর দ্বীনি-শিক্ষার ভাবনা নিয়ে প্রতিভার সন্ধানে দেশ স্বাধীনের পরে ১৯৮০ সনে ৭ জন পীরজাদার হাত ধরেই মধুপুর গড়ের নির্জন, গহীন অরন্যের ঝোপঝাড়ে প্রতিষ্ঠিত হয়েছে। বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা আব্দুস সালাম রাজী রাহমাতুল্লাহি আলাইহি।

শুরু থেকে মাদ্রাসাটিতে ছাত্রদের জন্য রয়েছে লিল্লাহ বোর্ডিংয়ের ব্যবস্থা। যেখানে তিন বেলা মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষকের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা হয়। বহুল ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিননন্দন চারতলা মসজিদ ও একাডেমিক ভবন। এই ভবনে একসঙ্গে শত শত শিক্ষার্থীর পাঠদান ও আবাসনের আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। পাঠদান, থাকা ও খাওয়ার সুযোগ সুবিধাসহ আধুনিক এই মাদ্রাসাটি ইতিমধ্যেই সমাদৃত হচ্ছে সারা দেশব্যাপী।

জামিয়া'র প্রিন্সিপাল মাওলানা ইমান আলী হাফিজাহুল্লাহ বলেন, আমাদের ছেলেরা সারা বছর যে কঠোর পরিশ্রম করেছে আজ তার-ই ফল পেয়েছে। গত বছরের মতো এবারও ছাত্ররা তাদের সফলতা ধরে রেখেছে। আমি আশা করবো, ভবিষ্যতে তারা এই মেহনতের ধারা বজায় রেখে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, এবং আমলী ও দায়িত্ববান আলেম হয়ে দেশ ও জাতির খেদমতে নিয়োজিত হবে।

জামিয়ার  শিক্ষা সচিব (নাযেমে তা'লিমাত) ও সিনিয়র মুহাদ্দিস ও মাওলানা মুহাম্মাদ আবু ছালেহ্ বিন ইছহাক বলেন, ৬৭ জন শিক্ষার্থী বড়বাইদ দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানা থেকে এ পরিক্ষায় অংশগ্রহন করে ৯৪.০২% জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ। মেধাবী ছাত্র মুহাম্মাদ ফাহিম আকতাব সারা দেশে ৮ম স্থান অধিকার করছে। সে আমার একান্ত প্রিয় ও স্নেহধন্য ছাত্র। সে একজন হক্কানী আলেম হতে উচ্ছুক। সে দেশবাসীর নিকট দু’য়া কামনা করেছে। আমি দু’য়া করি আল্লাহ তায়ালা ফাহিমসহ আমাদের সকল শিক্ষারর্থীদেরকে হক্কানী আলেমে দ্বীন হিসাবে কবুল করুন। আমিন।

এমএসএম / এমএসএম

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১