ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

শাহজাদপুরে শিশুর মর্মান্তিক মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৫:১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার অরক্ষিত বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে মো. রিয়াদ মণ্ডল (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রিয়াদ মণ্ডল উপজেলার শেলাচাপড়ী খাঁ পাড়ার গার্মেন্টসকর্মী মো. আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শিশু রিয়াদের চাচা রবিউল মণ্ডলকে গেফতার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) সকাল ৭টায় শিশু রিয়াদ ঘুম থেকে উঠে বাড়ির পাশে নানা মো. তোরাব আলীর বাড়িতে যায়। আধাঘণ্টা পর বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা আপন চাচা মো. রবিউল মণ্ডলের অরক্ষিত বিদ্যুৎচালিত পানির মোটরে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রিয়াদের চিৎকার শুনে তার মা মোছা. রিতা খাতুন ও বোন জীম ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে দেখতে পান অরক্ষিত বিদ্যুতের তারে জরিয়ে শিশু রিয়াদ অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রিয়াদকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। 

রিয়াদের পিতা মো. আনোয়ার হোসেন জানান, আমার ভাই রবিউল মণ্ডলের সাথে বেশ কিছুদিন যাবৎ আমাদের পারিবারিক বিবাধ চলছে। আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যেই চলাচলের পথে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ রাখা হয়। এর ফলেই আমার ছেলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন অ্যান্ড কমিনিউটি পুলিশিং) মো. আব্দুল মজিদ বলেন, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পষ্ট হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসআই আহাদের নেতৃতে পুলিশের একটি দল পাঠানো হয়। রাত ৯টায় শিশু রিয়াদের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় আনা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশু রিয়াদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন সোমবার রাতেই তার ভাই রবিউল মণ্ডলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ