ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

শাহজাদপুরে শিশুর মর্মান্তিক মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৫:১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার অরক্ষিত বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে মো. রিয়াদ মণ্ডল (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রিয়াদ মণ্ডল উপজেলার শেলাচাপড়ী খাঁ পাড়ার গার্মেন্টসকর্মী মো. আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শিশু রিয়াদের চাচা রবিউল মণ্ডলকে গেফতার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) সকাল ৭টায় শিশু রিয়াদ ঘুম থেকে উঠে বাড়ির পাশে নানা মো. তোরাব আলীর বাড়িতে যায়। আধাঘণ্টা পর বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা আপন চাচা মো. রবিউল মণ্ডলের অরক্ষিত বিদ্যুৎচালিত পানির মোটরে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রিয়াদের চিৎকার শুনে তার মা মোছা. রিতা খাতুন ও বোন জীম ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে দেখতে পান অরক্ষিত বিদ্যুতের তারে জরিয়ে শিশু রিয়াদ অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রিয়াদকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। 

রিয়াদের পিতা মো. আনোয়ার হোসেন জানান, আমার ভাই রবিউল মণ্ডলের সাথে বেশ কিছুদিন যাবৎ আমাদের পারিবারিক বিবাধ চলছে। আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যেই চলাচলের পথে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ রাখা হয়। এর ফলেই আমার ছেলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন অ্যান্ড কমিনিউটি পুলিশিং) মো. আব্দুল মজিদ বলেন, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পষ্ট হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসআই আহাদের নেতৃতে পুলিশের একটি দল পাঠানো হয়। রাত ৯টায় শিশু রিয়াদের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় আনা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশু রিয়াদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন সোমবার রাতেই তার ভাই রবিউল মণ্ডলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা