ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সাঁথিয়ায় অসুস্থ পিতার জমি লেখে নিয়ে বাড়ি থেকে বের করে দিল মেয়ে


 এম জে সুলভ (সাঁথিয়া) photo এম জে সুলভ (সাঁথিয়া)
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ৩:২৩
পাবনার সাঁথিয়ার পৌর সদরে মৃত ময়েন উদ্দিনের ছেলে ওবাইদুল ইসলাম (৭০) ২২ সালের অক্টোবরে সে ব্রেন স্ট্রোক করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে চিকিৎসা করান।
সেখানে ওবাইদুল ইসলাম কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে আবারও সে অসুস্থ হলে চিকিৎসার নাম করে তার ছোট মেয়ে সোনিয়া ইসলাম ও জামাতা কাওসার হাসান সাঁথিয়া সাব- রেজিষ্ট্রার অফিসে নিয়ে কাগজে স্বাক্ষর ও টিপসহি দিতে বলে। তাতে সে রাজী না হওয়ায় মেয়ে ও জামাতা তাকে মারপিট করে জোড় পূর্বক মেয়ে সোনিয়া ইসলামের নামে ২২ সালের ১১ ডিসেম্বর ১২৫৮৯/২২ নং দলিল সম্পন্ন করে নেয়। বোয়ালমারী মৌজার নিজ বসত বাড়িসহ বিভিন্ন মৌজার ১৭ দাগের ২ একর ৩৩শতক জমি লেখে নেয়। জমি লেখে নেবার পর থেকেই বৃদ্ধ অসুস্থ পিতা ও মাতার প্রতি অমানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে জেলা জজ আদালতে গত ২৩ সালের জুন মাসের ৪ তারিখ দলিল বাতিলের জন্য মামলা করেন ওবাইদুল ইসলাম। বিষয়টি জানতে পেরে মেয়ে সোনিয়া ইসলাম ও তার স্বামী কাওসার হাসান বৃদ্ধ পিতা মাতাকে নির্যাতন করে গত ১০ মার্চ বাড়ি থেকে তাদের বের করে দেয়। এ ব্যাপারে বৃদ্ধা মাতা বাদী হয়ে মেয়ের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
 
এবিষয়ে সরেজমিনে ওবাইদুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় পল্লী ভবন মেয়ে সোনিয়া ইসলাম দখল করে নির্মান কাজ করছে। তার পিতা ও মাতার শয়ন কক্ষ ভাড়া দিয়েছে। অনন্যা কক্ষ নিজেরা বসবাস করছে। বড় মেয়ের বাড়িতে আশ্রিত ওবাইদুল ইসলাম জানান, আমি অসুস্থ হলে চিকিৎসার কথা বলে আমার জমি লেখে নেয়। তিনি আরও বলেন পূর্বে বাড়ি থেকে ৬ শতক জমি আমার স্ত্রী মেরিনার নামে লেখে দিলেও সে জমিও সোনিয়া দলিলে লেখে নেয়। তিনি কান্নায় ভেঙে পড়েন বলেন আমি প্রশাসনের নিকট তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবি করছি।এ বিষয়ে জানতে চাইলে সোনিয়া জানান, তার বাবা তাকে ওই জমি লেখে দিয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,সোনিয়ার বিরুদ্ধে মাতা মেরিনা ইসলাম বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত