ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বালাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৪:৫

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নুরপুরস্থ জামেয়া নুরানিয়া ইসলামিয়া ও মাদিনাতুয যাহরা আল ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আন নুর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ও ডাক্তার সাউদ দোহা এবং ডাক্তার নিলুফা দোহার অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ঔষুধ, চশমা এবং ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। 

আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নুরপুরস্থ জামেয়া নুরানিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আন নুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে'র চেয়ারম্যান শায়খ মাওলানা তাজুল ইসলাম ও ডাক্তার সাউদ দোহা এবং ডাক্তার নিলুফা দোহা। 

আন নুর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ও ডা. সাউদ দোহা এবং ডা. নিলুফা দোহার অর্থায়নে এবং জামেয়া নুরানিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্টানের আয়োজনে সকাল ১০ টা থেকে বেলা ৪টা পর্যন্ত বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর বাজার (নুরপুর) সংলগ্ন জামেয়া নুরানিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে চক্ষু, মেডিসিন, মা ও শিশু, প্রসূতি, ডেন্টাল সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৫ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। সবাইকে চিকিৎসা সেবা দিতে বিভিন্ন মেডিকেল থেকে আগত ভিন্ন ভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ২৭ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

মাদিনাতুয যাহরা আল ইসলামিয়া'র ম্যানিজিং কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্ধা আজিজুল কামালের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে'র চেয়ারম্যার শায়েখ মাওলানা ছালেহ আহমদ হামিদী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী ফজলু মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জামেয়া নুরানিয়া ইসলামিয়ার পরিচালক মাওলানা লুৎফুর রহমান, মাদিনাতুয যাহরা আল ইসলামিয়ার প্রধান শিক্ষক হা. মাওলানা সায়্যিদুল ইসলাম, জামেয়া নুরানিয়া ইসলামিয়ার প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মঈনুল ইসলাম মাবরুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ জাগির হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ভলান্টিয়ার বৃন্দ। 

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানুষের সেবায় সবসময় আন নুর ওয়েলফেয়ার ট্রাস্ট ও ডা. সাউদ দোহা এবং ডা. নিলুফা দোহার কাজ করছেন। তাই তাদের জনকল্যাণমূলক সব ধরনের কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন অতিথিবৃন্দ। গত তিন বছরের ন্যায় এবারও চতুর্থবারের মতো এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করেছেন। এই ধারাবাহিকতায় যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শুধু বোয়ালজুর ইউনিয়ন নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তারা। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা