আমি তোমারে খুঁজি
আমি তোমারে খুঁজি
বিপ্লব মন্ডল
দুঃখ-কষ্ট-হতাশা, ভুল-ভ্রান্তির
আমার জীবনে শেষ নেই।
তবুও আমি দিনশেষে একটুখানি
শান্তির জন্য তোমাকে খুঁজি।
বিশ্বস্ত একজোড়া তোমার হাত খুঁজি।
তুমি আমার হাতে ঐ হাত রেখে,
দুঃখ-কষ্টের কথা শুনবে।
তুমি আমার পাশে সব সময় থাকবে।
আমার দুঃখ-কষ্টের কথা শুনে তুমি, দুঃখ পেয়ে বলবে,"আমি তো আছি"!
দুঃখ-কষ্টের কথা শুনে আমার হাতে,
রাখা হাত কখনো সরিয়ে নিবে না তুমি।
পৃথিবীতে হাজারও তুমির মাঝে,
বিশ্বাস করে কিছু যায় না বলা।
দুঃখ-কষ্টের কথা তোমাকে বলার জন্য,
হাজারও তুমির মাঝে শুধু তোমাকেই খুঁজি।
এমএসএম / এমএসএম
Link Copied