ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শুরু হল উর্মী-তুরাগ একটিভ ৪র্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগীতা ২০২৪


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৪ রাত ৮:৩৪
 সেনা ও নৌবাহিনীসহ ২৬ টি ক্লাব/প্রতিষ্ঠানের ১৯০ জন খেলোয়াড় নিয়ে আঞ্চলিক পর্ব থেকে বাছাই করা ১৫৭ জন (পুরুষ ৯৯ ও মেয়ে ৫৮ জন) খেলোয়াড়ে নিয়ে এগারোটি গ্রুপে চূড়ান্ত পর্বের খেলা সাজানো হয়েছে। 
 
পাঁচটি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের তিনটি ও রংপুরের একটি ক্লাবসহ বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের অংশগ্রহন প্রমান করে যে স্বল্প পরিচিত স্কোয়াশ খেলাটি ইতোমধ্যে বাংলাদেশে নতুন আঙ্গিকে যাত্রা শুরু ও পরিচিতি লাভ করেছে এবং এই ধারা ধরে রাখতে পারলে আগামীতে স্কোয়াশ সাধারণ মানুষের জনপ্রিয় খেলায় পরিনত হবে। পাঁচ দিন ব্যাপী প্রতিযোগীতা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও আর্মি অফিসাস্ মেসে অনুষ্ঠিত হবে। দেশি খেলোয়াড়দের পাশাপাশি আমেরিকান ক্লাব ও পাকিস্তান এ্যাম্বেশির খেলোয়াড়দের নিয়ে আয়োজিত মেম্বার গ্রুপের খেলাগুলো গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে গত শনিবারে ট্রফি উন্মোচনের মাধ্যমে এই প্রতিযোগীতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে যার সমাপ্তি হবে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ২৭ এপ্রিল (শনিবার) বিকাল চার ঘটিকার সময়। 
 
  উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন উর্মী গ্রুপের ডাইরেক্টর ফয়েজ রহমান। তাছাড়া উর্ধতন সামরিক কর্মকতা, ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, তুরাগ একটিভের সিওও আহমেদ মনসুর রউফসহ অন্যান্য কর্মকর্তাগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুলসংখ্যক খেলোয়াড় ও সাংবাদিকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
   ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, "একটি পাঁচশালা পরিকল্পনার (ভিশন ২০২৫/স্বপ্ন যাত্রা) আওতায় গত তিন বছর ধরে আমরা বাংলাদেশে স্কোয়াশ খেলাকে একটা পর্যায় এনেছি। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সন্মান বৃদ্ধি করতে পারবো"। তিনি আরো বলেন, "পরবর্তী এসএ গেইমসে পদক জয় এবং প্রথম বারের মত মানসন্মত নারী দল প্রেরন করবো ইনশাআল্লাহ"। স্পেন্সার বলেন, "আমরা বাংলাদেশের স্কোয়াশ খেলা বিশেষ করে জাতীয় প্রতিযোগীতার সাথে সম্পৃক্ত হতে পরে নিজেদের ভাগ্যবান মনে করি। আমরা আগামীতে স্কোয়াশের উন্নয়ন ও প্রসারে বিশেষ করে নারী দলকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রদান করবো"। 
 
  নিজস্ব কোর্ট আর সম্পদের সীমাবদ্ধতা নিয়েও নিয়মিত ভাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা আয়োজন করার জন্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এবং প্রতিবছর জাতীয় স্কোয়াশ প্রতিযোগীতা স্পন্সার করার জন্যে উর্মী তুরাগ একটিভ সাধুবাদ প্রাপ্য। আমরা ফেডারেশন এবং স্কোয়াশ খেলার সাফল্য কামনা করি।

এমএসএম / এমএসএম

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের