ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় উত্তরায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ১:৫১

রাজধানীর উত্তরায় আবু রায়েক লিখন নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের উপর কিশোর গ্যাংয়ের অতর্কিত মারধর ও হামলার ঘটনায় আব্দুল্লাহ আহাদ ও তাবরেজুর আহমেদ তাসিন নামের স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে বারটায় অভিযান চালিয়ে উত্তরা ১৩ ও ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আহাদ সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন গারদাহ দক্ষিণপাড়া গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। অপরজন তাবরেজুর আহমেদ তাসিন ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানাধীন কৃষ্ণনগর পূর্বপাড়ার শিশু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী আবু রায়েক লিখনের বাবা মো. মনির হোসেনের দায়ের করা মামলায় আসামীদের উত্তরার ভিন্ন ভিন্ন সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাদীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র আবু রায়েক লিখনের উপর পূর্বশত্রুতার জের ধরে হামলা চালায় অভিযুক্তরা। এ নিয়ে দৈনিক খোলা কাগজ, যুগান্তর, যায়যায়দিনসহ বেশ কয়েকটি পত্রিকায় ‘উত্তরায় স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং সদস্যরা’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ, তাসিনসহ জোবায়ের, সানজিদ, জিৎ এবং অজ্ঞাতনামা আরো এক আসামীর নাম উল্লেখ রয়েছে।

পুলিশ সূত্র জানা জানায়, গ্রেপ্তারকৃতরা উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত অবস্থায় নিজেরা গ্রুপ তৈরি করে দলবদ্ধ হয়ে চলাফেরার পাশাপাশি মারপিট করে মারপিটের সেসব ভিডিও মোবাইলে ধারণ করে স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার কথা স্বীকার করেছে।

সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ওই দুই কিশোর অপরাধী গ্রুপের সদস্যকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

দি একমি ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা-১১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ঠোঁটকাটা আলতাফসহ ১৬ জন গ্রেফতার

গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বিজয়ের পিঠা উৎসব :আয়োজনে উত্তরা সেক্টর- ৬ ওয়েলফেয়ার সোসাইটি

গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন