কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে ভাদু শাহ্ বাবার মাজারকে ব্যবহার করে চলছে জুয়া ও মাদক ব্যবসা
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ছামছেরতলা এলাকার পদ্মাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে হযরত ভাদু শাহ্ বাবা ও হযরত গোপাল শাহ্ এর ৮৫ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠান।সোমবার(২২ শে এপ্রিল)এই ওরশ মোবারকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।মাজারের ভিতরের পরিবেশ ঠিক থাকলেও রাত নামতেই মাজার শরীফের বাইরে জমে উঠে বিভিন্ন রকম জুয়া ও মাদকের আশোর।এ বিষয়ে নাম পরিচয় গোপন রাখার শর্তে বৈরাগীরচর এলাকার পদ্মাপাড়ের একাধিক ব্যক্তি বলেন,মাজারকে ব্যবহার করে স্থানীয় ক্যাডার,হাসেম মোল্লার ছেলে হেদায়েত গংদের প্রধান হেদায়েত মোল্লা ও মৃত বাবর আলী সরদার এর ছেলে চার নম্বর মরিচা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নান্টু রাজ ওরফে নান্টু ডাক্তার এবং মৃত ইয়াসিন মোল্লার ছেলে নামকরা সুদ কারবারি সুদ টগর মোল্লা,এদের নেতৃত্বে বসেছে এক হাজার এর বেশি বিভিন্ন পন্যের দোকান।এরই মাঝে বসেছে মাদক ও জুয়ার আশোর।এখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর বয়সের ছেলেরা,যুবকরা এসে মাদক ও জুয়ার আশোরের কারনে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরছে।ফিরেই শুরু করছে পারিবারিক নানান অশান্তি,উপজেলা বিভিন্ন এলাকায় হচ্ছে চুরি,ছিনতাই,ডাকাতি ও সামাজিক অবক্ষয়।এদিকে সাংবাদিকদের কাছে তথ্য প্রমানে বেরিয়ে আসে থলের বিড়াল!ভাদু শাহ্ বাবার মাজারকে ব্যবহার করে মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন দোকানীদের কাছ থেকে,মাদক ব্যাবসায়ী কাছ থেকে ও জুয়া চালানোর কথা বলে,কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও সাংবাদিকদের নামে প্রতি রাত চুক্তিভিত্তিক চাঁদা উঠাচ্ছে স্থানীয় ক্যাডার,সন্ত্রাসী হেদায়েত গংদের হেদায়েত মোল্লা ও গংদের সদস্য নান্টু রাজ ওরফে নান্টু ডাক্তার।এদিকে হেদায়েত গং ও হেদায়েত বাহিনীর প্রধান হেদায়েত ও গং সদস্য নান্টু মেম্বার মাদক ব্যাবসায়ীদের,মেলার দোকানদার ও জুয়া চালানোকারীদের বলছে,কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ম্যানেজ করেই চালাচ্ছে এই মাদক ও জুয়ার আশোর।টাকের ভোট করেছি,তো এটুকুই যদি না করি,করবো কি!?প্রশাসনকি আমার টাকের এমপির উপরেনাকি,উপজেলা চেয়ারম্যানো আমাদের!?ঘটনার সত্যতা অনুসন্ধানে গেলে,দেখা যায় মেলা জুড়ে প্রায় ৫০ টি স্থানে বসেছে জুয়ার আশোর ও শতাধিক স্থানে বসেছে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের আশোর!এ বিষয়ে ওরশ উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান মজনুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়,ওরশ উদযাপন কমিটির ক্যশিয়ার,হেদায়েত গং ও হেদায়েত বাহিনীর চিকন বুদ্ধির গং সদস্য নান্টু মেম্বারের কাছে ভাদু শাহ্ বাবার মাজারের ওরশ শরীফ উদযাপন উপলক্ষে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিককে বলেন,উল্টাপাল্টা কথা বল্লে কারো গলাতো থুবোইনা!দুর থাইকি ঢেল মারবেন্না!?কাছে এসে দেখেন,মেলায় কোন জুয়া নাই,আর যেখানে সাধুর মেলা হয়,সেখানে গাঁজা খাইনা!এমন কোনো যায়গা দেখাতে পারবেন!এ বিষয়ে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫