ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে ভাদু শাহ্ বাবার মাজারকে ব্যবহার করে চলছে জুয়া ও মাদক ব্যবসা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ১:৫৩

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ছামছেরতলা এলাকার পদ্মাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে হযরত ভাদু শাহ্ বাবা ও হযরত গোপাল শাহ্ এর ৮৫ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠান।সোমবার(২২ শে এপ্রিল)এই ওরশ মোবারকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।মাজারের ভিতরের পরিবেশ ঠিক থাকলেও রাত নামতেই মাজার শরীফের বাইরে জমে উঠে বিভিন্ন রকম জুয়া ও মাদকের আশোর।এ বিষয়ে নাম পরিচয় গোপন রাখার শর্তে বৈরাগীরচর এলাকার পদ্মাপাড়ের একাধিক ব্যক্তি বলেন,মাজারকে ব্যবহার করে স্থানীয় ক্যাডার,হাসেম মোল্লার ছেলে হেদায়েত গংদের প্রধান হেদায়েত মোল্লা ও মৃত বাবর আলী সরদার এর ছেলে চার নম্বর মরিচা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নান্টু রাজ ওরফে নান্টু ডাক্তার এবং মৃত ইয়াসিন মোল্লার ছেলে নামকরা সুদ কারবারি সুদ টগর মোল্লা,এদের নেতৃত্বে বসেছে এক হাজার এর বেশি বিভিন্ন পন্যের দোকান।এরই মাঝে বসেছে মাদক ও জুয়ার আশোর।এখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর বয়সের ছেলেরা,যুবকরা এসে মাদক ও জুয়ার আশোরের কারনে সর্বশান্ত  হয়ে বাড়ি ফিরছে।ফিরেই শুরু করছে পারিবারিক নানান অশান্তি,উপজেলা বিভিন্ন এলাকায় হচ্ছে চুরি,ছিনতাই,ডাকাতি ও সামাজিক অবক্ষয়।এদিকে সাংবাদিকদের কাছে তথ্য প্রমানে বেরিয়ে আসে থলের বিড়াল!ভাদু শাহ্ বাবার মাজারকে ব্যবহার করে মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন দোকানীদের কাছ থেকে,মাদক ব্যাবসায়ী কাছ থেকে ও জুয়া চালানোর কথা বলে,কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও সাংবাদিকদের নামে প্রতি রাত চুক্তিভিত্তিক চাঁদা উঠাচ্ছে স্থানীয় ক্যাডার,সন্ত্রাসী হেদায়েত গংদের হেদায়েত মোল্লা ও গংদের সদস্য নান্টু রাজ ওরফে নান্টু ডাক্তার।এদিকে হেদায়েত গং ও হেদায়েত বাহিনীর প্রধান হেদায়েত ও গং সদস্য নান্টু মেম্বার মাদক ব্যাবসায়ীদের,মেলার দোকানদার ও জুয়া চালানোকারীদের  বলছে,কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ম্যানেজ করেই চালাচ্ছে এই মাদক ও জুয়ার আশোর।টাকের ভোট করেছি,তো এটুকুই যদি না করি,করবো কি!?প্রশাসনকি আমার টাকের এমপির উপরেনাকি,উপজেলা চেয়ারম্যানো আমাদের!?ঘটনার সত্যতা অনুসন্ধানে গেলে,দেখা যায় মেলা জুড়ে প্রায় ৫০ টি স্থানে বসেছে জুয়ার আশোর ও শতাধিক স্থানে বসেছে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের আশোর!এ বিষয়ে ওরশ উদযাপন কমিটির সভাপতি মিজানুর রহমান মজনুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়,ওরশ উদযাপন কমিটির ক্যশিয়ার,হেদায়েত গং ও হেদায়েত বাহিনীর চিকন বুদ্ধির গং সদস্য নান্টু মেম্বারের কাছে ভাদু শাহ্ বাবার মাজারের ওরশ শরীফ উদযাপন উপলক্ষে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিককে বলেন,উল্টাপাল্টা কথা বল্লে কারো গলাতো থুবোইনা!দুর থাইকি ঢেল মারবেন্না!?কাছে এসে দেখেন,মেলায় কোন জুয়া নাই,আর যেখানে সাধুর মেলা হয়,সেখানে গাঁজা খাইনা!এমন কোনো যায়গা দেখাতে পারবেন!এ বিষয়ে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং