ঝিনাইদহ জেলা জজ আদালতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত হলো

দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন নির্যাতনের শিকার নারী ও শিশু,বিনা বিচারে কারাগারে আটক ব্যক্তি,প্রতিবন্ধী ব্যক্তিসহ অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। "স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”গরীব দুঃখির মামলার ব্যয়,শেখ হাসিনার সরকার দেয়’’বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন,বিরোধ হলে শুধু মামলা নয়,লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার,বর্তমান সরকারের অঙ্গিকার’’বিনা খরচে নিন আইনি সহায়তা,শেখ হাসিনার সরকার দিচ্ছে এই শ্চিয়তা’’অসহায় লোক মামলায় পড়লে কোথায় পাবে ঠাই,সরকার দেবে মামলার খরচ ভয়ের কিছু নাই’’ এ শ্লোগান ও প্রতিবাদ্যকে সামনে রেখে রবিবার ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে ঝিনাইদহ জেলা জজ আদালতে । এদিন ঝিনাইদহ জেলার আপামর জনসাধারণকে সরকারী আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটি “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪” দিবসটি উদযাপনের উপলক্ষে ঝিনাইদহ জেলা আইনগত সহায়তা কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচীর আয়োজন করেন। আয়োজিত কর্মসূচীর মধ্যে প্রথমে পায়রা ও বেলুন উড়িয়ে বর্নাঢ্য র্যালী, লিগ্যাল এইড মেলা, ধন্যবাদ জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্ভোদন ঘোষনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এস.এম সাইফুল ইসলাম।পরে আয়োজিত দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশনেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এস.এম সাইফুল ইসলাম,নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম, পলিশ সুপার জনাব মো: আজিম-উল-আহসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমীন মাতুব্বর,অতিরিক্ত জেলা ও দায়রা জজ(১) জনাব মোঃ বাহা উদ্দীন আহাম্মেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ(২) জনাব মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ(৩) মোঃ জাকারিয়া, যুগ্ম-জেলা ও দায়রা জজ (১) মোঃ সোহাগ তালুকদার, যুগ্ম-জেলা ও দায়রা জজ (২)মোঃ তৌফিকুল ইসলাম,ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল এর বিচারক মোঃ গোলাম নবী,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস,লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বুলবুল আহম্মেদ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ফারুক আজম।অনুষ্ঠানটি পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ওয়াজিদুর রহমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন শুভ্রা রানী ,অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া,সহকারী জজ মন্টু কুমার সাহা,ঝিনাইদহ সদর পৌর সভার মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক , সরকারি কৌসুলি জিপি অ্যাডঃ বিকাশ কুমার ঘোষ ও সিও ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম প্রমূখ।
সেসময় বক্তারা, বলেন স্মার্ট লিগ্যাল এইড বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছে, যা আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টার সময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এস.এম সাইফুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে পায়রাও বেলুন উড়িয়ে এবং প্রধান সড়কে র্যালীর মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। র্যালীটি বার ভবনের সামনে এসে শেষে সকাল পনে ৯টার দিকে সিনিয়র জেলা জজ জনাব এস.এম সাইফুল ইসলাম মহোদয় লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচী ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর সকাল ৯টাায় আদালত চত্তরের বার ভবনের সামনে এক আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, ঝিনাইদহের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ও আদালতের কর্মচারীগন, জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগন, আইনজীবীগন, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগন, ক্লায়েন্ট, সিও এনজিও সহ আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিও সমূহ এবং গণমাধ্যম সাংবাদিকগন অংশগ্রহন করেন।
সরকারী আইনি সহায়তায় ঝিনাইদহ লিগ্যাল এইড অফিসের অর্জন এর বিষয়ে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ঁজনাব বুলবুল আহম্মেদ জানান, বর্তমানে লিগ্যাল এইড অফিসে ৭১জন প্যানেল আইনজীবি সক্রিয়ভাবে তাদেও কার্যক্রম পরিচালনা করেন।ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বিগত ৪ অক্টোবর ২০১৮ সাল থেকে লিগ্যাল এইড অফিস ম্যানেজম্যান্ট এবং বিডি লিগ্যাল এইড এ্যাপস উদ্বোধন করেন।জেলা লিগ্যাল এইড অফিসের হট লাইন নম্বর-০১৭০০-৭৮৪৩০৮ চালু করেন। এছাড়া জেলা লিগ্যাল এইড অফিস ঝিনাইদহ এর এক বছরের সাফলতা হচ্ছে প্যানেল আইনজীবিগণকে মামলা পরিচালনার বিল বাবদ সর্বমোর্ট ৭,৯৮৯২৭/-(সাত লক্ষ আটানববই হাজার নয়শত সাতাশ টাকার বিল পরিশোধ করা হয়েছে।৪০৮টি মামলায় আইনজীবীদেও উক্ত বিল পরিশোধ করা হয়েছে।আপোষ মীমাংসার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পক্ষকে অর্থ এককোটি পঁচানব্বই লক্ষ টাকা।এছাড়া আইন পরামর্শ প্রদান ৮৫০জন।আপোষ মিমাংসার জন্য গৃহীত আবেদন ১৪৭০টি।মামলার জন্য গৃহীত আবেদন ১০০৯টি। আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিস্পত্তি ১২৫০টি।যার মধ্যে ৪৭০টি সফলভাবে নিস্পত্তি করা হয়েছে।৩৫০টি এডিআর এর মাধ্যমে পক্ষগণ একত্রে সংসার করছে।আইনগত সহায়তা ষিয়ক সেমিনার ২টি,কর্মশঅলা ৫টি,উঠঅন বৈঠক ১টি,গণশুনানী ২টি,কারাগাওে প্রগাম ২টি ও সচেতনতা মূলক সভা ৭টি করা হয়েছে।
উল্লেখঃ২০২২সালে সারা দেশের মধ্যে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিস ৩য় স্থান অধিকার করেন এবং ২০২৩ সালে ২য় স্থান অধিকার কনে।
উল্লেখ্য, দেশের সর্বস্তরের জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০’ কার্যকরের দিন ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস' ঘোষণা করে। এর পর থেকে প্রতি বছর লিগ্যাল এইড দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটিসহ বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের প্রতিটি জেলার জেলা জজ আদালত সমূহ।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
