আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা- এলএলবি রানা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাধারন জনগনের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি) বলেছেন, আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা এবং কেউ খালি হাতে ফিরবেনা। নির্বাচনের সময় এলেই চোখে গ্লিসারিন লাগিয়ে কান্না তো অনেক দেখেছেন? তাদের এইসব নকল কান্নায় আর কেও দয়া করে ভুলবেন না। যারা জনগনের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে এবং নির্বাচিত হওয়ার পর বাজেট নাই, অনুদান নাই, সযোগীতা করার মত কিছুই নাই এমন নাই নাই শব্দে উপজেলা পরিষদ মুখরিত করে রাখে তাদের বয়কট করুন। উপজেলা পরিষদের বরাদ্দ কোটি কেটি টাকা কোথায় যায় এবার আমি দেখতে চাই এবং জনগনকেও দেখাতে চাই। নির্বাচনী প্রচারনা কালে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর উপস্থিতিতে আনোয়ার হোসেন রানার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আনোয়ার হোসেন রানা তার বক্তব্যে এসব কথা বলছেন অন্যদিকে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ মাথা নিচু করে সমর্থন জানাচ্ছেন।
দলীও নেতাকর্মীর বক্তব্য, বিগত দিনে আওয়ামীলীগ পরিচয়ে যেসব ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কেউ সাধারন জনগনের আশার প্রতিফল ঘটাতে পারেননি। শুধু জনগনের আবেক অনুভূতির সাথে খেলা করেছেন। নাই নাই জিকির করতে করতে নিজেরা লাখোপতি থেকে কোটিপতি হয়েছেন। সুতরাং সাধারন জনগন সহ দলীও নেতা কর্মীর অনুরোধেই এবার আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
সাধারন ভোটাররা বলছেন, করোনা মহামারী সহ বিভিন্ন ঈদ উৎসব এবং বিপদ-আপদে উপজেলা আওয়ালীগের সভাপতি আনোয়ার হোসেন রানা যেভাবে উপজেলা বাসীর পাশে থেকেছেন, সেভাবে নন্দীগ্রামের কোন জনপ্রতিনিধিকে চোখে পরেনি। সুতরাং আনোয়ার হোসেন রানা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগন উপকৃত হবেন।
অতএব সার্বিক বিবেচনায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকেই এগিয়ে রাখছেন উপজেলা বাসী।
এমএসএম / এমএসএম
দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন
সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার
ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ
বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল
কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন
বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা
উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত
বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত
গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম
রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ
Link Copied