ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বুসকেতসের জায়গায় বার্সার ভাবনায় যে ৩ জন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৬:২

গত মৌসুমেই বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান রক্ষণাত্মক মিডফিল্ডার সের্হিয়ো বুসকেতস। তার জায়গায় বার্সা জিরোনা থেকে উড়িয়ে আনে ওরিয়ল রোমেউকে। তবে বার্সায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। মৌসুমে মাত্র ১৭ বার তাকে শুরুর একাদশে খেলিয়েছেন বার্সা কোচ জাভি। এই জায়গায় এখন নতুন কাউকে খুঁজছে কাতালানরা।

মুন্ডো দেপোর্তিভোর মতে, বার্সেলোনা রক্ষণাত্মক মিডফিল্ডের জন্য পাখির চোখ রেখেছে তিন ফুটবলারের ওপর। এরা হচ্ছেন রিয়াল বেতিসে খেলা গুইদো রদ্রিগেজ, বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ ও এভারটনের আমাদু ওনানা। 

বার্সার প্রথম পছন্দ রদ্রিগেজ। এই মিডফিল্ডারকে ফ্রি এজেন্ট হিসেবে পাওয়া যাবে এবং মোটামুটি কম বেতনেই সই করানো যাবে। এক্ষেত্রে দ্বিতীয় পছন্দ বায়ার্নে খেলা কিমিখ। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনিই। ২০২৫ সালে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হবে কিমিখের। তখন পরিণত হবেন ফ্রি এজেন্টে। তবে পরের বছর যাতে বিনামূল্যে ছেড়ে দিতে না হয় সেজন্য এই মৌসুমেই তাকে বিক্রি করতে পারে বায়ার্ন। সেক্ষেত্রে বার্সাকে গুণতে হতে পারে ৩৫ মিলিয়ন ইউরো। 

বার্সার তৃতীয় পছন্দ এভারটনে খেলা ওনানা। এই তিনজনের মধ্যে তাকে সই করানোই সবচেয়ে ব্যয়বহুল হবে। তাকে দলে ভেড়াতে বর্তমান দলের কাউকে বিক্রি করতে হতে পারে বার্সাকে। ২২ বছর বয়সী ওনানার ওপর নজর আছে ইউরোপের বেশ কিছু ক্লাবের। তাকে পেতে বার্সাকে খরচ করতে হতে পারে প্রায় ১০০ মিলিয়ন ইউরো। 

এই মৌসুমটি খুব একটা ভালো কাটেনি বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানোর ব্যাপারটিও অনেকটাই নিশ্চিত। তাই আগামী মৌসুমে ভালো করতে একজন শক্ত রক্ষণাত্মক মিডফিল্ডার চাইছেন জাভি। 

 

Israt / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু