শেরপুরে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে সবুজ সিএনজি
বগুড়ার শেরপুরে সবুজ সিএনজিচালকদের দৌরাত্ম্যে অসহায় যাত্রীরা। প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে প্রত্যেক যাত্রীকে। সরকার কর্তৃক বিধিনিষেধ তুলে নেয়ার পরও এখনো সবুজ সিএনজিতে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আদায় বন্ধ হয়নি, দেখার কেউ নেই।
জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কসহ ফিডার রোডে চলাচলের জন্য শেরপুর পৌর শহরের ধুনট মোড়, বাসট্যান্ড, সিঅ্যান্ডবি, মোহনা শপিং সেন্টার, নন্দীগ্রাম রোড ও কলেজ রোড পয়েন্ট থেকে ৮টি উপজেলার মানুষ বিভিন্ন প্রয়োজনে শেরপুরে সিএনজিযোগে চলাচল করে থাকেন। শেরপুর থেকে গাড়িদহ মাত্র আড়াই কিলোমিটার রাস্তা ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। শেরপুর থেকে ধুনট পর্যন্ত মাত্র ১৪ কিলোমিটার রাস্তায় সবুজ সিএনজিতে চালকসহ ৬ জন গাদাগাদি করে যাওয়ার পর ভাড়া দিতে হয় জনপ্রতি ৪০ টাকা। সেখানে পূর্বের সরকারি ভাড়া ছিল ২৫ টাকা। শেরপুর থেকে একই নিয়মে গোসাইবাড়ি ১৯ কি.মি. রাস্তায় ভাড়া আদায় হচ্ছে ৭০ টাকা, শেরপুর থেকে কাজিপুর মেঘাই বাজার ২৮ কি.মি. ৮০-১০০ টাকা, শেরপুর থেকে সোনামুখী বাজার ১৯ কি.মি. ৭০ টাকা।
শেরপুর থেকে রাণীরহাট বাজার ১৩ কি.মি. ৪০ টাকা, শেরপুর থেকে জামাইল হাট ১২ কি.মি. ৩০ টাকা, শেরপুর থেকে ছোনকা বাসস্ট্যান্ড মাত্র ৯ কি.মি. ৩০ টাকা, শেরপুর থেকে ভবানীপুর বাজার ১৫ কি.মি. ৪০ টাকা, শেরপুর থেকে বগুড়া বনানী ১৬ কি.মি. ৪০ টাকা, শেরপুর থেকে নন্দীগ্রাম বাজার ১৮ কি.মি. ৫০ টাকা, শেরপুর থেকে সারিয়াকান্দি ৩০ কি.মি. ভাড়া ৮০-১০০ টাকা, একই সড়কে কুতুবপুর হয়ে কড়িতলা বাজারে আরো ২০ টাকা বেশি গুনতে হয়। এছাড়াও আছে শেরপুর কলেজ রোড থেকে নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে ৭০ টাকা হারে জনপ্রতি বাড়তি ভাড়া দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। সড়ক-মহাসড়কে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করছে এরকম অসংখ্য সবুজ যানবাহন। তাদের নেই কোনো রুট পারমিট বা ফিটনেস সনদ।
সড়কে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালকদের বক্তব্য, সিএনজি মালিক সমিতি অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছে। এজন্য সমিতিতে দৈনিক চাঁদা দিতে হয়।
এ নিয়ে বগুড়া জেলা অটোরিকসা-সিএনজি মালিক সমিতি ধুনট মোড় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্ল্যাহ এবং শেরপুর উপজেলা অটোরিকসা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক বলেন, সরকার সবুজ সিএনজির ভাড়া বৃদ্ধি করেনি ঠিক কিন্তু ভাঙা রাস্তা আর স্পেয়ার পার্টসের মূল্য বৃদ্ধিসহ গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমরা দ্বিগুণ আদায় করছি। সরকারি রুট পারমিট ছাড়া নন্বরবিহীন ওই সব অবৈধ যানবাহনের চালকদের কাছ থেকে তথাকথিত গোপন সমিতির নামে আদায় করা হয় দৈনিক চাঁদা। সেখান থেকে বিভিন্ন দপ্তরে ‘মান্থলি’ নামের মাসিক চাঁদাও দিতে হয় রাস্তায় চলতে গেলে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনার জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
Link Copied