এমবাপ্পেকে রেখেই চলে গেল পিএসজির বাস
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেয় বরুশিয়া ডর্টমুন্ড। এদিন ডর্টমুন্ডের ঘরের মাঠের গ্যালারিতে হলুদের ঢেউ দেখেছে ফরাসি ক্লাবটি। ম্যাচটিতে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মান ক্লাবটি।
যদিও পিএসজির আশা এখনও শেষ হয়ে যায়নি। পরের লেগে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে তারা। তবে এর আগেই ডর্টমুন্ডের কাছে হারার পর ফরাসিদের ক্লাবটির তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভিন্ন এক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের পর এমবাপ্পেকে রেখেই বিমান বন্দরে চলে গেছে পিএসজির টিম বাস! এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন।
ডর্টমুন্ডের মাঠে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফরাসি এই তারকা। প্রথমার্ধে মাত্র ২৬ বার বল স্পর্শ করেছেন, একবার শুধু ডর্টমুন্ডের পোস্ট কাঁপালেও জালের দেখা পাননি তিনি। এর মধ্যে টিম বাস মিস করাটায় এমবাপ্পেকে নিয়ে অনেকেই হাস্যরসে মেতে উঠেছেন।
যদিও ফরাসি তারকাকে রেখে যাওয়ার সঙ্গে পারফরম্যান্সের কোনো সম্পর্ক ছিল না। মূলত ড্রাগ টেস্টের অংশ হিসেবে তাকে তখন থেকে যেতে হয়েছিল। এমন তথ্যই জানিয়েছে ফরাসির ওই দৈনিক পত্রিকাটি।
‘লা পারিসিয়ান’ জানিয়েছে, এমবাপ্পেকে রেখে পিএসজির দলীয় বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে। মূলত সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে দলীয় বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে একটি প্রাইভেট কারে বিমানবন্দরে যোগ দেন সতীর্থদের সঙ্গে।
আগামী মঙ্গলবার ফিরতি লেগে পিএসজি হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে পিএসজি। জার্মানি ছাড়ার আগে ওই ম্যাচকে ঘিরেই বার্তা দিয়ে রেখেছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হাফ টাইম। এখন সামনে প্যারিস।’ এর মানে এখনও ফিরতি লেগের ৯০ মিনিট বাকি। আর সে ম্যাচটি হবে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে। ব্যাপারটা ডর্টমুন্ডের জন্য একধরনের সতর্কবার্তাও।
Israt / Israt
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির