নির্বাচনের ৫ দিন পূর্বে চেয়ারম্যান প্রার্থী লাকীর মনোনয়ন জমা
উচ্চ আদালতে দারস্ত হওয়ার পরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা আখতার লাকী উচ্চ আদালতের আদেশে নির্বাচনের ৫ দিন পূর্বে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে দেওয়া হবে তাকে প্রতীক বরাদ্দ। তবে ওই প্রার্থী ঘোড়া প্রতীক চেয়েছেন মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।
আগামী ৮ মে প্রথম ধাপে আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ইতিপূর্বে ২ জন প্রার্থী মো.মোকছেদ আলী মন্ডল মোটর সাইকেল প্রতীকে ও মো.নুরুন্নবী আরিফ আনারস প্রতীকে নির্বাচনী প্রাচারণা পরিচালনা করছিলেন। উচ্চ আদালতের আদেশে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যাচাই বাছাই শেষে সব ঠিক থাকলে চেয়ারম্যান পদপ্রার্থীর সংখ্যা বাড়িয়ে হবে ৩জন।
প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেয় নাজমা আখতার লাকী। সেই মোতাবেক তিনি নির্বাচনী তপসীল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনের অনলাইনে আবেদন করার সময় সার্ভারে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে চেষ্টা করেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তিনি মনোনয়ন পত্র দাখিল করতে ব্যার্থ হন। এর পর গত ২২ এপ্রিল তিনি নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদন উচ্চ আদালত আমলে নিয়ে গত ২৩ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২ জন বিচারপতি জয়পুরহাট জেলা রির্টানিং কর্মকর্তাকে আদেশপত্র প্রাপ্তির দুই দিনের মধ্যে ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেওয়ার আদেশ দেন। সেই আদেশ অমান্য করে তার মনোনয়নপত্র জমা না নেওয়ায় তিনি মঙ্গলবার আবারও উচ্চ আদালতের দারস্থ হন। এর পরে উচ্চ আদালতের আদেশে বুধবার দুপুরে জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা তাকে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নাজমা আখতার লাকীর বাড়িতে নোটিশসহ লোক পাঠান এবং মুঠোফোনে অবগত করেন। তবে সেই নোটিশ গ্রহন করেননি ওই প্রার্থী। তবে তিনি নির্বাচনের ৫ দিন পূর্বে বৃহস্পতিবার দুপুর ৩ টায় মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং ঘোড়া প্রতীক চেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নাজমা আখতার লাকী বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আমার মনোনয়ন পত্র জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আবারও আদালতকে বিষয়টি জানালে আদালত পূনরায় আমার মনোনয়নপত্র জমা নিতে রির্টানিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমি বৃহস্পতিবার দুপুর ৩ টায় আমার মনোনয়ন পত্র দাখিল করেছি ও ঘোড়া প্রতীক চেয়েছি।
রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মনোয়ন পত্র জমা নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে তাঁর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫