সিংগাইর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জুবায়ের হোসেন খান
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জুবায়ের হোসেন খানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করেন।
জানা গেছে, তিনি গত ২০১৮ সালে ১ মার্চ উক্ত বিদ্যালয়ে যোগদান করে অবকাঠামো উন্নয়নসহ পাবলিক পরীক্ষার ফলাফলও সাফল্যের শীর্ষে নিয়ে যান। বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১০ সালে নিম্ন মাধ্যমিক এবং পরে ২০১৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয়। আরও জানা গেছে, বর্তমানে এ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া, প্রধান শিক্ষকের কর্মদক্ষতা ও আন্তরিকতা এবং ম্যানেজিং কমিটির ঐকান্তিক প্রচেষ্টা বিদ্যালয়টিকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যায়।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক বলেন, আমার এ প্রাপ্তি বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এটি। সকলেই শিক্ষাবান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। তাই, আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার বলেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অবকাঠামো, শোভাবর্ধন, কৃতিত্ব, ফলাফল, উন্নয়ন পরিকল্পনা, বাজেট, প্রকাশনা, আর্থিক শৃংখলা, কারিকুলাম বাস্তবায়ন, পরিস্কার পরিচ্ছন্নতা, ICT দক্ষতা ইত্যাদি বিবেচনার মাধ্যমেই শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাছাই করা হয়।
এমএসএম / এমএসএম