কামারখন্দে বিদেশী বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী রেজাউল ইসলাম
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে বিদেশে থাকা এক যুবক বাড়ি ফিরেছেন হেলিকপ্টার যোগে বিদেশী বউ নিয়ে। এখবরে উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে বিভিন্ন এলাকা থেকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।
শনিবার (১১ মে) দুপুর ১২ টায় ঈদগাহ মাঠে হেলিকপ্টার এসে পৌছায়। সিঙ্গাপুর প্রবাসী রেজাউল ইসলাম বিদেশী বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তবে ইন্দোনেশিয়ার নারী জানুর বিস্তারিত তথ্য দিতে রাজী হয়নি তাঁর বর রেজাউল ইসলাম।
পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারী সাথে তাঁর প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ে করেন। ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংক চাকরি করেন। বাংলাদেশে সংস্কৃতি মেনে রেজাউল -জানুর রবিবার বিবাহ হবে।
রেজাউল ইসমালের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে। আমার ভাতিজা রেজাউল ও ইন্দোনেশিয়ার জানু নামে ওই মেয়ের সাথে বাংলাদেশের সংস্কৃতি মেনে রবিবার বিয়ে হবে।
প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিলো বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবো। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি এজন্য ভালো লাগছে।
এমএসএম / এমএসএম