গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট নির্মাণের অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর মৌজার চাঁদপাড়া হাট-বাজারের প্রায় ১০ শতাংশ মূল্যবান খাস জমিতে অবৈধভাবে স্থাপনা (মার্কেট) নির্মাণের অভিযোগ উঠেছে কোচাশহর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম গংয়ের বিরুদ্ধে।
সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালত গোবিন্দগঞ্জ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপাড়া হাট-বাজার উন্নয়ন কাজের জন্য টেন্ডার সম্পন্ন হয়। সে মোতাবেক পূর্বের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরবর্তীতে সরকারিভাবে মার্কেট নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য উন্নয়নকাজের উদ্বোধন করেন। ওই উন্নয়ন কার্যক্রমের প্রক্রিয়া দেখে গত চরতি বছরের ৬ জানুয়ারি আদালতে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ফয়জুল ইসলাম বাদী হয়ে হাটের খাস জায়গার মধ্যে ওয়াকফ এস্টেটের নিজেদের ২৫ শতাংশ জমি আছে দাবি করে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাইবান্ধা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কোচাশহর, নির্বাহী প্রকৌশলী এলজিইডি গাইবান্ধা, উপজেলা প্রকৌশলী গোবিন্দগঞ্জ, শিহাব কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং ১৮/২০২১)।
উক্ত মামলায় আদালত বাদী-বিবাদীকে উক্ত জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য আদেশ জারি করে। আদালতের ওই নির্দেশনা অমান্য করে জগন্নাথপুর মৌজার চাঁদপাড়া হাট-বাজারের মাঝখানে প্রায় ১০ শতাংশ মূল্যবান খাস জমিতে অবৈধভাবে স্থাপনা (মার্কেট) নির্মাণ কাজ শুরু করেছে কোচাশহর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম গং। নিষেধাজ্ঞা অমান্য করে মিজানুর রহমানের ছেলে ফয়জুল ইসলাম গং হাটের সাবেক দাগ ৫৬৭, হাল দাগ ৬৫-এ পাকা মার্কেট নির্মাণ করায় পজিশন হারিয়ে বিপাকে পড়েছেন দীর্ঘদিনের স্থায়ী কাঁচামাল, চাল, ডাল, সুপারি, ছাগল হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। হঠাৎ সরকারি কোনো কাগজপত্র ছাড়াই জোরজবরদস্তি করে ব্যক্তিমালিকানাধীন মার্কেট করায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাঁচামাল ব্যবসায়ী পজিশন দখল মালিক এনামুল, আফাজ, আইনুল, তোতা, বাদশা, মোজা, মোকলেছ, সরফরাজ, মাহতাব, আজাহার, আমরুল, মিজানুর, রেজ্জাকুল, আফজাল, মিলকুল, জহুরুল, পুটু বলেন, আমরা আমাদের জন্মের পর থেকে এ বাজার দেখে আসছি। আমাদের জীবন-জীবিকা এই হাটে ব্যবসা করে। আমরা বস্তি দোকান করে আমাদের সংসার চালাই। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থে সরকার নির্মিত বাজারের পাকা রাস্তা নষ্ট করে আমাদের পজিশনে ফয়জুল ইসলাম গং ব্যক্তিমালিকানধীন মার্কেট নির্মাণ করছে।
এ ব্যাপারে মুঠোফোনে মার্কেট নির্মাণকারী ফয়জুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, যাদের চাল-চুলা নেই তারাই ঘর নির্মাণে বাধা দিচ্ছে। আমি ইউএনও অফিসের নির্দেশনায় মার্কেট নির্মাণ করছি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আদালতের নির্দেশনা অমান্য করে সরকারি হাট-বাজারে ব্যক্তিমালিকানাধীন মার্কেট নির্মাণের সুযোগ নেই। তবে নির্দেশনা উঠে গেলে বা সরকারি হাট-বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সরকারি হাটের উন্নয়নের স্বার্থে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)