ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নোয়াখালীতে সাংবাদিকের জায়গা জমি দখলের চেষ্টা, বাঁধা দেওয়ায় হত্যার হুমকি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:২১

বাবার রেখে যাওয়া সম্পত্তি রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হত্যার হুমকির মুখে পড়েন সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, এবং হেনস্তার শিকার হোন তার সহধর্মিনীসহ বড় বোন। বুধবার (১৫ মে) সকাল ৯ টার সময় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মরহুম হাজী আবুল কাশেম মাস্টারের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মাষ্টার বেপারীর ছেলে সুলতান তারেক প্র: রাকিব (৩৪), আবদুল হাইয়ের ছেলে শহীদ উল্লাহ (২৪), ১নং ওয়ার্ড বাসিন্দা আবদুর রবের ছেলে মোঃ শামীম (২৫), সহ অজ্ঞাতনামা ৬/৭ জন।

চরজব্বর থানার এজাহার ও ঘটনার সূত্রে জানা যায়, সাংবাদিক সুমনের বাবা মরহুম হাজী আবুল কাশেম মাস্টার প্রতিবেশী ইয়াকুব নবী ভুট্টোর নিকট থেকে ৪৩ দশক জমি ক্রয় করে বসত বাড়ি তৈরি করেন, যাহা দীর্ঘ বছর ধরে তারা ভোগ দখল করেন এবং বসবাস করে আসছেন, যার দলিল নকশা সহ যাবতীয় কাগজপত্র আছে। মরহুম আবুল কাশেম মাস্টারের মৃত্যুর পর ৫ ছেলে ৩ মেয়ে ওয়ারিশ সূত্রে  এই জায়গার মালিক। ১৩ ডিসিমেল জায়গা বাড়ীর সামনে সড়কের পাশে অবস্থিত।  বিগত কয়েকমাস আগে সুলতান তারেক প্রকাশ রাকিব ঐ জায়গার পাশে কিছু জায়গা ক্রয় করে। সে জায়গায় বিগত কয়েকদিন ধরে অবৈধ ভাবে মাটি পেলে বরাট করছিলো কিন্তু পাশেই সাংবাদিক সুমনের বাবার কেনা সম্পত্তি যেখানে সিমানা পিলারও দেয়া আছে সেটি অতিক্রম করে রাতের অন্ধকারে স্খানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় অর্ধেক জায়গা বরাট করে পেলে। সকালে সুমন প্রতিবাদ করলে ভাড়াটিয়া সন্ত্রাসী শহীদ উল্লাহ ও মোঃ শামীম সুমন এবং তার স্ত্রী এবং বোনকে হেনস্তা করে। তখন সুমনকে হত্যার উদ্দ্যেশ্য আরো অজ্ঞাতনামা ৫/৬ জন তাদের সাথে তেড়ে আসে। সুমন  ঘটনাটি তৎখনাত ফেসবুক লাইভে এসে ভিডিও শুরু করলে তারা তার মোবাইল কেড়ে নেবার চেষ্টা করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে সন্থ্যায় তিনি বাদী হয়ে চরজব্বর থানায় একটি লিখিত এজাহার দায়ের  করে।

  সাংবাদিক ইমাম উদ্দিন সুমন বলেন, রাস্তার পাশে আমার বাবার রেখে যাওয়া শেষ সম্বল কেড়ে নিতে চায় এলাকার রাকিবসহ তার সন্ত্রসী বাহিনীরা। এসব ইন্ধন দাতা হলো এলাকার স্থানীয় এক নেতা। 

তিনি আরো বলেন,   আমার পিতা মরহুম হাজী আবুল কাশেম মাষ্টার। তার জীবদ্দশায় আমাদের প্রতিবেশী জনৈক্য ইয়াকুব নবী ভূট্টু এর নিকট থেকে ৪৩ শতাংশ ভূমি খরিদ করে কতেক অংশে বশত বাড়ী এবং ১৩ শতাংশ রাস্তার পাশে শাক- সবজি চাষাবাদ করি এবং ভোগ দখলে বিদ্যমান আছে। পক্ষান্তরে এই সন্ত্রাসীরা জোর জুলুমবাজ, ভূমি গ্রাসী, অন্যের সম্পত্তি জোর পূর্বক দখল করা এদের নেশা ও পেশা। এরা দেশের প্রচলিত আইন কানুনের কোন তোয়াক্কা করে না। গায়ের জোরে সকল অন্যায় কাজ করে থাকে। সব সময় পেশি শক্তি নিয়া চলা-ফিরা করে। 

তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে আমার পিতার খরিদ সূত্রে ক্রয়কৃত নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য লোলপ দৃষ্টি পড়ে। ঘটনার দিন সকাল ৯ টার সময় রাকিব, শহিদ উল্লাহ ও শামীমের নেতৃত্বে আরো ৪/৫ জন অপরিচিত রাতের আঁধারে অন্য জায়গা হইতে গাড়ী বোঝায় করে মাটি আনিয়া আমার শাক-সবজী চাষাবাদকৃত জায়গাই মাটি ফালাইয়া আমার চাষাবাদকৃত জমি ভরাট করতে থাকেন। আমি খবর পেয়ে এগিয়ে আসলে আমাকে অশ্লীল অশ্রব্য ভাষায় গালমন্দ করে ধাক্কা দেন এই দখলবাজরা। আমার বড় বোন যখন এগিয়ে আসে তখন তারা তাকেও অশ্লীল ভাষায় গালমন্দ করে ও গায়ের শাড়ী টানা হেচড়া করে শ্লীলতাহানি করেন। লাইভে তারা প্রকাশ্য হুমকি ধমক দিয়ার পরেও এখনো কাউকে আটক না করায় আমি নিরাপ্তাহীনতায় ভুগছি। 

পরে আমাকে হুমকি দিয়া বলে যে, তোকে একা পাইলে খুন করে লাশ গুম করিয়া ফেলবো। আমাদের শোরচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উল্লেখ্য সন্ত্রাসীরা আমাদের প্রাণনাশের হুমকি ধুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এমতাবস্থায় নোয়াখালী জেলা প্রশাসক,  সুবর্ণচর উপজেলা   প্রশসানের নিকট জোর দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের আইনের আওতায় আনার প্রার্থনা করছি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাওসার আলম ভূঁইয়ার সরকারি নাম্বারে বার বার কল করার পরেও রিসিভ না হওয়াতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু