নালিতাবাড়ীতে নির্বাচনি পথসভা থেকে তিন ডেগচি বিরিয়ানি জব্দ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোশারফ হোসেনের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা থেকে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে আলোচনা শেষে খাবারের আয়োজন করা হয়। রান্নার শেষ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সবাই সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করতে পারেনি ভ্রাম্যমান আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় তিন ডেগচি বিরিয়ানি রাখা হয়েছিলো, এমন সংবাদ পৌছে ভ্রাম্যমান আদালতের নিকট। পরে ভ্রাম্যমান আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করার পর উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যান। তবে কোন প্রার্থী বা সমর্থক বিরিয়ানির রাখার কথা স্বীকার করেননি। ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আল মামুন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট তার ইউনিয়নে আর কখনও এ ধরনের কাজ করা হবেনা বলে অঙ্গীকারনামা প্রদান করেন।
এ ব্যাপারে ঘোড়া প্রতিকের প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমি নির্বাচনী প্রচারনা শেষ করে বাসায় আসলাম।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (নালিতাবাড়ি ও নকলা) মোক্তাদিরুল আহমেদ বলেন, আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় সেই জন্য প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছে। আজ রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভোটারদের নিয়ে জমায়েত করে খাবার বিতরণ করার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পরে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় বিরিয়ানি আটক করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তবে কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়ে ওঠেনি। জব্দকৃত বিরিয়ানি স্থানীয় এতিমখানায় দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২