ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ীতে নির্বাচনি পথসভা থেকে তিন ডেগচি বিরিয়ানি জব্দ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ১১:৫৭

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোশারফ হোসেনের ঘোড়া প্রতিকের নির্বাচনী পথসভা থেকে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে আলোচনা শেষে খাবারের আয়োজন করা হয়। রান্নার শেষ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সবাই সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করতে পারেনি ভ্রাম্যমান আদালত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় তিন ডেগচি বিরিয়ানি রাখা হয়েছিলো, এমন সংবাদ পৌছে ভ্রাম্যমান আদালতের নিকট। পরে ভ্রাম্যমান আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেগচি বিরিয়ানি জব্দ করার পর উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যান। তবে কোন প্রার্থী বা সমর্থক বিরিয়ানির রাখার কথা স্বীকার করেননি। ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আল মামুন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট তার ইউনিয়নে আর কখনও এ ধরনের কাজ করা হবেনা বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

এ ব্যাপারে ঘোড়া প্রতিকের প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমি নির্বাচনী প্রচারনা শেষ করে বাসায় আসলাম।  

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (নালিতাবাড়ি ও নকলা) মোক্তাদিরুল আহমেদ বলেন, আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় সেই জন্য প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছে। আজ রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভোটারদের নিয়ে জমায়েত করে খাবার বিতরণ করার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পরে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় বিরিয়ানি আটক করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তবে কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়ে ওঠেনি। জব্দকৃত বিরিয়ানি স্থানীয় এতিমখানায় দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী