ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রায়পুরে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১:২৫

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপির) বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের যে অভিযোগ উঠেছে সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কুরুচিপূর্ণ। গত রবিবার ১৯ মে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের আনারস মার্কার প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ পৌর আওয়ামিলীগ কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ এর নিজস্ব কার্যালয় ঘরে। 

এসময়ে মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, " নির্বাচনে প্রতীক বরাদ্দের পরবর্তী সময়ে হুন্ডা মার্কার প্রার্থী আলতাফ মাস্টার গণ- সংযোগে নির্বাচনী সভা সমাবেশে কুরুচিপূর্ণ,  উস্কানীমূলক বক্তব্য প্রদান করে বলেন,  আমি এমপি,  বিশিষ্ট শিল্পপতি, দলীয় নেতৃবৃন্দ কাউকে তোয়াক্কা করি না এবং হুন্ডা মার্কার প্রার্থীর পাশ্ববর্তী সীমান্ত বরিশাল,  ভোলা চরফ্যাশন এলাকা থেকে অসংখ্য বহিরাগত এনে নিজস্ব ইউনিয়ন ২নং এ গত কয়েকদিন ধরে মহড়া দিতেছে।  আলতাফ মাস্টার হুন্ডা মার্কার প্রার্থীর চীফ নির্বাচনী এজেন্ট রায়পুর পৌরসভার সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন,  রায়পুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আনারস মার্কার সমর্থকদের অর্থ দিয়ে পক্ষে আনা,  কাউকে হুমকি প্রদান করা,  কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করা ও মাননীয় সংসদ সদস্য " এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)",  বিশিষ্ট শিল্পপতি বি.টি.এম এর কেন্দ্রীয় সভাপতি,  বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক প্রেসিডিয়াম মেম্বার "আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন ", এর বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করতেছে, পৌর আওয়ামিলীগ সভাপতি " কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ " রায়পুর পৌরসভার মেয়র " গিয়াস উদ্দিন রুবেল ভাট ", রায়পুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক " রফিকুল হায়দার বাবুল পাঠান " সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও প্রার্থী " আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদ" এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যা, অশালীন বাক্য ব্যাবহার করে আচরণ বিধি লংঘন করে যাচ্ছে প্রতিনিয়ত। "
এছাড়াও তিনি আরও অভিযোগ তুলে বলেন,  " হুন্ডা মার্কার প্রার্থী আলতাফ মাস্টার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রভাব বিস্তার করে সরকারি খাসজমি,  নথি তৈরি করে বৈধ - অবৈধ উপায়ে হাজার হাজার একর চরের জমি দখল করে,  মহিষ পালন,  জমি জিরাত,  আলতাফ মাস্টার নামে ঘাট দিয়ে চাঁদাবাজি,  নদীতে জাটকা নিধন,  দাদন দিয়ে জেলেদের মাধ্যমে অবৈধ নিয়মে নদীতে,  চরে লুটপাট,  দখল করে লাঠিয়াল বাহিনী সৃষ্টি করে  ত্রাসের রাজত্ব কায়েম করে।  খুন, গুম,  মুক্তিযোদ্ধাদের জমি দখল হত্যার হুমকি প্রদান ও আশেপাশের মানুষের বাড়ীঘর লুটপাট করে বহু লোককে বাড়ীঘর ছাড়া করতেছে।  তার বিরুদ্ধে হত্যা মামলা সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা চলম রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন মামুনুর রশিদ।" 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা