ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রায়পুরে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১:২৫

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপির) বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের যে অভিযোগ উঠেছে সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কুরুচিপূর্ণ। গত রবিবার ১৯ মে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের আনারস মার্কার প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ পৌর আওয়ামিলীগ কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ এর নিজস্ব কার্যালয় ঘরে। 

এসময়ে মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, " নির্বাচনে প্রতীক বরাদ্দের পরবর্তী সময়ে হুন্ডা মার্কার প্রার্থী আলতাফ মাস্টার গণ- সংযোগে নির্বাচনী সভা সমাবেশে কুরুচিপূর্ণ,  উস্কানীমূলক বক্তব্য প্রদান করে বলেন,  আমি এমপি,  বিশিষ্ট শিল্পপতি, দলীয় নেতৃবৃন্দ কাউকে তোয়াক্কা করি না এবং হুন্ডা মার্কার প্রার্থীর পাশ্ববর্তী সীমান্ত বরিশাল,  ভোলা চরফ্যাশন এলাকা থেকে অসংখ্য বহিরাগত এনে নিজস্ব ইউনিয়ন ২নং এ গত কয়েকদিন ধরে মহড়া দিতেছে।  আলতাফ মাস্টার হুন্ডা মার্কার প্রার্থীর চীফ নির্বাচনী এজেন্ট রায়পুর পৌরসভার সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন,  রায়পুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আনারস মার্কার সমর্থকদের অর্থ দিয়ে পক্ষে আনা,  কাউকে হুমকি প্রদান করা,  কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করা ও মাননীয় সংসদ সদস্য " এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)",  বিশিষ্ট শিল্পপতি বি.টি.এম এর কেন্দ্রীয় সভাপতি,  বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক প্রেসিডিয়াম মেম্বার "আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন ", এর বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করতেছে, পৌর আওয়ামিলীগ সভাপতি " কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ " রায়পুর পৌরসভার মেয়র " গিয়াস উদ্দিন রুবেল ভাট ", রায়পুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক " রফিকুল হায়দার বাবুল পাঠান " সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও প্রার্থী " আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদ" এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যা, অশালীন বাক্য ব্যাবহার করে আচরণ বিধি লংঘন করে যাচ্ছে প্রতিনিয়ত। "
এছাড়াও তিনি আরও অভিযোগ তুলে বলেন,  " হুন্ডা মার্কার প্রার্থী আলতাফ মাস্টার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রভাব বিস্তার করে সরকারি খাসজমি,  নথি তৈরি করে বৈধ - অবৈধ উপায়ে হাজার হাজার একর চরের জমি দখল করে,  মহিষ পালন,  জমি জিরাত,  আলতাফ মাস্টার নামে ঘাট দিয়ে চাঁদাবাজি,  নদীতে জাটকা নিধন,  দাদন দিয়ে জেলেদের মাধ্যমে অবৈধ নিয়মে নদীতে,  চরে লুটপাট,  দখল করে লাঠিয়াল বাহিনী সৃষ্টি করে  ত্রাসের রাজত্ব কায়েম করে।  খুন, গুম,  মুক্তিযোদ্ধাদের জমি দখল হত্যার হুমকি প্রদান ও আশেপাশের মানুষের বাড়ীঘর লুটপাট করে বহু লোককে বাড়ীঘর ছাড়া করতেছে।  তার বিরুদ্ধে হত্যা মামলা সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা চলম রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন মামুনুর রশিদ।" 

এমএসএম / এমএসএম

শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় অবৈধ স-মিল দিয়ে চলছে রমরমা ব্যবসা,ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন

ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা

বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত

রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম

যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক