ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জবিতে চিকিৎসক সংকট, নেই পর্যাপ্ত ওষুধ-চিকিৎসা সরঞ্জাম


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ১:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়ন করছেন বিশ হাজারের বেশি শিক্ষার্থী। রয়েছেন দেড় হাজার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। এ বিপুল সংখ্যক জনবলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসক রয়েছেন মাত্র দুজন।

এতে দেখা দিয়েছে চিকিৎসা সংকট, এছাড়াও পর্যাপ্ত জনবলের অভাবে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সেবা দিতে বিড়ম্বনায় পড়ছেন কর্মরত চিকিৎসকরাও। ফলে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিকিৎসাসেবা। মেডিকেল সেন্টারে দুজন ডাক্তারসহ রয়েছেন তিনজন মেডিকেল অ্যাসিস্টেন্ট, দুজন অফিস সহকারী ও একজন নার্সসহ সর্বমোট আটজন। রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। যা পর্যাপ্ত নয় বলে মনে করে শিক্ষার্থীরা। 

জানা গেছে, জবি মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা নিয়ে শিক্ষার্থীদের অভাব-অভিযোগ দীর্ঘদিনের। তাদের অভিযোগ- যেকোনো অসুখের চিকিৎসা  মেডিকেল সেন্টার থেকে দেওয়া হয় শুধু প্যারাসিটামল। বিশেষ রোগে চিকিৎসা দিতে নেই বিশেষজ্ঞ ডাক্তার। অনেক সময় প্যারাসিটামলও পাওয়া যায় না এ চিকিৎসা কেন্দ্রে। বেশির ভাগ সময় শিক্ষার্থীরা জটিল সমস্যা কিংবা বড় কোনো রোগে আক্রান্ত হয়ে এলে তাদের হতাশ হয়ে ফিরতে হয়। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে চিকিৎসাসেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক আইনুল ইসলাম বলেন, পদ না থাকায় ইচ্ছে থাকলেও চিকিৎসক বাড়ানো সম্ভব হচ্ছে না। ইউজিসির কাছে আবেদন করা হয়েছে।

তবে জবি মেডিকেল সেন্টারের উপ-প্রধান ডা. মিতা শবনম বলেন, শিক্ষার্থীরা চিকিৎসার জন্য এখানে আসেন কিন্তু আমরা তাদের যথাযথ সেবা দিতে পারছি না। এতে আমাদের নিজেদেরও খারাপ লাগে। গত ১২ বছর ধরে দুজন চিকিৎসক দিয়ে চালিয়ে নিচ্ছি কোনোরকম। আটজন জনবল দিয়ে কোনোভাবে একটা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার চলতে পারে না। এখানে আরও অনেক বেশি লোকবলের প্রয়োজন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক সাদেকা হালিম বলেন, ইউজিসি পদ না দিলে আমরা নিয়োগ দিতে পারব না। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমি চেষ্টা করছি নতুন করে মেডিকেল সেন্টারের অবকাঠামোগত সুবিধা বাড়াতে। মেডিকেল সেন্টারে সব ধরনের ওষুধ নেই এটা সত্যি। ইউজিসি যেটুকু বাজেট দেয় তা সামান্য বললেই চলে। আমি বাজেট বৃদ্ধির জন্য সুপারিশ করেছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হাসপাতালগুলোকে আমি অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি