ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বালাগঞ্জ-খসরুপুর সড়কের সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১:৫৭
সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ-খসরুপুর সড়কের ৭ হাজার ১০০ মিটার কার্পেটিং করে বাকি সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে গেছে। যথাসময়ে সড়কটির সংস্কারকাজের সমাপ্তি না হওয়ায় কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। 
 
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে জনবহুল গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ পেলেও কাজ শুরু কর‍া হয় চলতি বছরের ৮ মাস পর। ঠিকাদারি প্রতিষ্ঠান উভয় পাশের ইট বসানো ও পুরনো কার্পেটিং তুলে নতুন করে ইট, বালু দিয়ে কার্পেটিং করে। গুঁড়া কংক্রিট দিয়ে কার্পেটিং করায় বালুর সাথে মিশে গেছে এবং কাজও ধীরগতিতে করা হয়। ফলে সড়কের উভয় পাশের ইট বা কার্পেটিংয়ের গাইডিং ইট অনুন্নত থাকায় হাঁটাচলা ও বৃষ্টির পানিতে ইট ধুয়ে যায়। এদিকে, সড়কটির ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল বসানো হলেও তা হেলে গেছে।
 
স্থানীয়রা জানান, গাইডওয়ালে লাগানো হয়েছে অনুন্নত উপকরণ দিয়ে। সাথে সাথে এটি শ্রমিকদের বলা হয়েছিল। এদিকে নকশার মতো হচ্ছে না গাইডওয়াল। এমনকি কর্তৃপক্ষের অগোচরে গাইডওয়ালে পর্যাপ্ত পিলার না দিয়ে বালু ও সিমেন্ট দিয়ে পিলারের মতো ব্যাস তৈরি করা, সাইটে বাজে ইট বসানোসহ রাস্তার পাশে মাটি দেয়ার কথা থাকলেও না দেয়ার অভিযোগও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বর্ষার কারণে মাটি দেয়া যাচ্ছে না। রাতের আঁধারের কাজ করায় কাজের মান নিয়ে প্রশ্ন থাকায় ও ধীরগতিসম্পন্ন কাজ হওয়ায় রাস্তার গর্তে পানি আটকে কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। কাজ ধীরগতিতে হওয়ায় নিরাশ উপজেলার মানুষজন।
 
বালাগঞ্জ উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বালাগঞ্জ জিসি-পৈলনপুর জিসি-খসরুপুর পর্যন্ত ১৯ হাজার ৬২০ মিটার সড়কের মধ্যে ৭  হাজার ১০০ মিটার সড়কে সংস্কারকাজের কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। গত বছরের ৮ নভেম্বর টেন্ডারে যায় এবং ওই রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২ লাখ ৭০৬ টাকা ৩৫ পয়সা। কসমো কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের কাজ পেয়ে অনেক দেরিতে কাজ শুরু করে।
 
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়ার সাথে আলাপকালে জানান, লকডাউনের জন্য সড়কের কাজ বন্ধ রয়েছে। তবে যেখানে যেখানে সমস্যা আছে মৌখিকভাবে বলায় সংশোধন না করলে চিঠি দেয়া হবে। বৃষ্টির কারণে জেলা নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে সড়কের গালা ফিনিসিংয়ের কাজ বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য কাজ করার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়েছে। কাজ শুরু না করলে অফিসিয়ালি নোটিস দেয়া হবে।
 
কাজ কবে শুরু করবেন এবং সড়কের কাজের মান অনুন্নতসহ কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে, ‍এ বিষয়ে কসমো কন্ট্রাকশনের কাজ পরিদর্শক ধনাই দাসের মুঠোফোন আলাপ কালে জানান, নষ্ট হচ্ছে আরো হোক। যেদিন ইচ্ছা হবে সেদিন কাজ শুরু করব। ধসে পড়ুক, তখন দেখা যাবে।
 
প্রসঙ্গত, বালাগঞ্জ-খসরুপুর সড়ক মোট ১৯ হাজার ৬২০ মিটার। তন্মেধ্যে সংস্কারকাজ হচ্ছে ৭ হাজার ১০০মিটার। মধ্যকার ১২ হাজার ৫২০ মিটার সড়ক কাঁচা। নির্বাচনকে সামনে রেখে সুদৃষ্টি পড়েছে মন্ত্রণালয়ের। নতুন করে সড়কটির প্রাক্কলন করে সিলেট নির্বাহী প্রকৌশল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি