বালাগঞ্জ-খসরুপুর সড়কের সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও

সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ-খসরুপুর সড়কের ৭ হাজার ১০০ মিটার কার্পেটিং করে বাকি সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে গেছে। যথাসময়ে সড়কটির সংস্কারকাজের সমাপ্তি না হওয়ায় কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে জনবহুল গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ পেলেও কাজ শুরু করা হয় চলতি বছরের ৮ মাস পর। ঠিকাদারি প্রতিষ্ঠান উভয় পাশের ইট বসানো ও পুরনো কার্পেটিং তুলে নতুন করে ইট, বালু দিয়ে কার্পেটিং করে। গুঁড়া কংক্রিট দিয়ে কার্পেটিং করায় বালুর সাথে মিশে গেছে এবং কাজও ধীরগতিতে করা হয়। ফলে সড়কের উভয় পাশের ইট বা কার্পেটিংয়ের গাইডিং ইট অনুন্নত থাকায় হাঁটাচলা ও বৃষ্টির পানিতে ইট ধুয়ে যায়। এদিকে, সড়কটির ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল বসানো হলেও তা হেলে গেছে।
স্থানীয়রা জানান, গাইডওয়ালে লাগানো হয়েছে অনুন্নত উপকরণ দিয়ে। সাথে সাথে এটি শ্রমিকদের বলা হয়েছিল। এদিকে নকশার মতো হচ্ছে না গাইডওয়াল। এমনকি কর্তৃপক্ষের অগোচরে গাইডওয়ালে পর্যাপ্ত পিলার না দিয়ে বালু ও সিমেন্ট দিয়ে পিলারের মতো ব্যাস তৈরি করা, সাইটে বাজে ইট বসানোসহ রাস্তার পাশে মাটি দেয়ার কথা থাকলেও না দেয়ার অভিযোগও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বর্ষার কারণে মাটি দেয়া যাচ্ছে না। রাতের আঁধারের কাজ করায় কাজের মান নিয়ে প্রশ্ন থাকায় ও ধীরগতিসম্পন্ন কাজ হওয়ায় রাস্তার গর্তে পানি আটকে কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। কাজ ধীরগতিতে হওয়ায় নিরাশ উপজেলার মানুষজন।
বালাগঞ্জ উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বালাগঞ্জ জিসি-পৈলনপুর জিসি-খসরুপুর পর্যন্ত ১৯ হাজার ৬২০ মিটার সড়কের মধ্যে ৭ হাজার ১০০ মিটার সড়কে সংস্কারকাজের কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। গত বছরের ৮ নভেম্বর টেন্ডারে যায় এবং ওই রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২ লাখ ৭০৬ টাকা ৩৫ পয়সা। কসমো কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের কাজ পেয়ে অনেক দেরিতে কাজ শুরু করে।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়ার সাথে আলাপকালে জানান, লকডাউনের জন্য সড়কের কাজ বন্ধ রয়েছে। তবে যেখানে যেখানে সমস্যা আছে মৌখিকভাবে বলায় সংশোধন না করলে চিঠি দেয়া হবে। বৃষ্টির কারণে জেলা নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে সড়কের গালা ফিনিসিংয়ের কাজ বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য কাজ করার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়েছে। কাজ শুরু না করলে অফিসিয়ালি নোটিস দেয়া হবে।
কাজ কবে শুরু করবেন এবং সড়কের কাজের মান অনুন্নতসহ কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে, এ বিষয়ে কসমো কন্ট্রাকশনের কাজ পরিদর্শক ধনাই দাসের মুঠোফোন আলাপ কালে জানান, নষ্ট হচ্ছে আরো হোক। যেদিন ইচ্ছা হবে সেদিন কাজ শুরু করব। ধসে পড়ুক, তখন দেখা যাবে।
প্রসঙ্গত, বালাগঞ্জ-খসরুপুর সড়ক মোট ১৯ হাজার ৬২০ মিটার। তন্মেধ্যে সংস্কারকাজ হচ্ছে ৭ হাজার ১০০মিটার। মধ্যকার ১২ হাজার ৫২০ মিটার সড়ক কাঁচা। নির্বাচনকে সামনে রেখে সুদৃষ্টি পড়েছে মন্ত্রণালয়ের। নতুন করে সড়কটির প্রাক্কলন করে সিলেট নির্বাহী প্রকৌশল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১
Link Copied