ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ২:২৮

মিথ্যা-অবিচার-স্বৈরতন্ত্রের কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।

বক্তব্য রাখেন- এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নঈম উদ্দীন, হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা মুফতি রেজাউল কায়সার, মহিলা নেত্রী সাবিনা সাদাত সাফা, মাওলানা মোরশেদুল ইসলাম খোরশেদ, নিজাম উদ্দিন, আবদুল বারেক, কামরূল আলাম নকীব, আজিজ মাবরূর, নাফিজ মোবাররত, ইরফানুল হক সরকার, নজিবুল কবির রাহগির, লুতফর রহমান লিটন ও গিয়াস উদ্দিন।

নেতৃবৃন্দ দশই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ইমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।

নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ইমান দ্বীনের প্রাণ ও হকের মানদণ্ড, তাঁদের ভালোবাসা ও সম্পর্ক-ই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাঁদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা। নেতৃবৃন্দ বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে রাসূলের এ শাহাদাত- ইমান ও জীবনের  বিপরীত বস্তুবাদী গোত্রবাদী কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাতভিত্তিক ইমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের ঊর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত।

নেতৃবৃন্দ ‍আরো বলেন, এ শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ইমান-দ্বীন-স্বাধীনতা-অধিকার হারিয়ে ফেলা এবং এ শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন-মিল্লাত-মানবতার অস্তিত্ব ও মুক্তি এবং বিজয় নিহিত। বাতিল মত-পথ-মুলুকিয়তের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এ শাহাদাত দিবস পালনের স্বার্থকতা নেই। নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ইমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোঁকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ